নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। তবে ধীরে ধীরে মেগা টুর্নামেন্ট নিয়ে আগ্রহ বাড়ছে। চড়ছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে আসন্ন মরশুমের জন্য নিজেদের জার্সি প্রকাশ করে দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
যুগ্মভাবে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজির সমর্থকের অভাব নেই। প্রতি বছরই আইপিএলে সিএসকের দিকে সকলের খানিকটা বাড়তি নজর থাকে। কারণ অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না ধোনি। তাই তাঁকে ২২ গজে দেখতেই আরও বেশি করে সকলে এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকেন। এবার তিনি কোন জার্সি পরে মাঠে নামবেন, গতকালই তা প্রকাশ করে দিয়েছে সিএসকে।
হলুদ ব্রিগেড কোনওসময়ই নিজেদের জার্সি নিয়ে খুব বেশি কাঁটাছেড়া বা বদল ঘটায় না। এবারও তেমন ধারাটাই অব্যাহত রইল। হলুদ রঙের জার্সিতে স্পনসর থেকে খেলোয়াড়দের নাম লেখা নীল রঙে। পেটের কাছে দুই দিকে নীল রঙের স্ল্যাশও রয়েছে। আর অবশ্যই রয়েছে সিএসকের চিহ্ন সিংহের মুখের ডিজাইন।
তবে ২২ গজে দেখা না গেলেও, ধোনি কিন্তু প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেও সবসময় তা পারেন না। সম্প্রতি তাঁর একটি বিজ্ঞাপন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। সেই আইসিসি ইভেন্টের বিজ্ঞাপনেই ধোনিকে দেখা গিয়েছে। নতুন হেয়ারস্টাইলে মাহির নতুন লুক সকলের মনও জয় করেছে। এই বিজ্ঞাপনে ধোনিকে বেশ মজাদার কথাবার্তা বলতেও শোনা যায়।
'ক্যাপ্টেন কুল' বিজ্ঞাপনে দাবি করেন অধিনায়ক হিসাবে মাঠে নামাটা তাঁর জন্য খানিক সহজ ছিল। তবে এখন যখন সমর্থক হিসাবে তিনি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গলা ফাটানোর প্রস্তুতি, তখন তাঁর উত্তেজনা, চাপ যেন সীমা মানছে না। চাপ ও উত্তাপ সামলাতে 'ডিআরএস' যাকে ভালবেসে ধোনিভক্তরা 'ধোনি রিভিউ সিস্টেম' আখ্যা দিয়েছেন, সেই ডিআরএস নেওয়ার সংকেত দিতেও দেখা যায় ধোনিকে। তবে এক্ষেত্রে পার্থক্য বলতে আম্পায়ারের রিভিউয়ের বদলে তাঁর জন্য বরফ আনা হয়। মজাদার এই বিজ্ঞাপন এবং তাতে ধোনির উপস্থিতি, দুইই এটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ফলত সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন নিয়ে স্বাভাবিকভাবেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আরও পড়ুন: কোহলির প্রত্যাবর্তনে অভূতপূ্র্ব সমর্থন, রেলওয়েজ ম্যাচের দ্বিতীয় দিনে DDCA-র বিশেষ উদ্যোগ