ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে ফের এক স্মরণীয় ভারত ও ইংল্যান্ড টেস্ট ম্য়াচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ ড্র হয়। তবে ম্যাচের শেষ বেলাতেই যত বিতর্ক। ম্যাচ শেষে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), ভারতের হয়ে দুই অপরাজিত ব্যাটারের সঙ্গে হাতই মেলালেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)।
ঘটনার সূত্রপাত ম্যাচের ঠিক শেষ ঘণ্টায়। সাধারণত নিয়ম অনুসারে ম্যাচের ফলাফল সম্ভব না হলে শেষ ঘণ্টায় দুই দলের অধিনায়ক ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়। সেইমতোই ওল্ড ট্রাফোর্ডে বেন স্টোকস ম্যাচ শেষ করার জন্য হাত মেলাতে গিয়েছিলেন। তবে তখন ক্রিজে উপস্থিত রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর, উভয়েই শতরানের দোরগোড়ায়। তাই স্বাভাবিকভাবে ভারতীয় ব্যাটাররা ওই মুহূর্তে ম্যাচ ড্র করতে নারাজ ছিলেন। এই সিদ্ধান্তে স্টোকসসহ গোটা ইংল্যান্ড দলকেই বেশ ক্ষুব্ধ দেখায়। শেষমেশ জাডেজাদের শতরান পূর্ণ হওয়ার পরেই দুই দল ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার রেশই ম্যাচশেষেও দেখা যায়। নিয়মমতো ম্যাচ শেষে দুই দলের তারকারাই হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করে থাকেন। তবে সেই সময় সুন্দরদের সঙ্গে হাতই মেলাননি স্টোকস। এমনকী রবীন্দ্র জাডেজা হাত বাড়িয়ে দিলেও স্টোকস তা প্রত্যাখান করেন। দুই তারকা অলরাউন্ডারের মধ্যে কথা কাটাকাটিও হয়। এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
এই বিষয়ে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) প্রশ্ন করা হলে গিল স্পষ্ট জানান জাডেজারা দুরন্ত ব্যাটিং করেছেন এবং তাঁদের উভয়েই শতরানটা প্রাপ্য ছিল। তিনি বলেন, 'ওরা তো দারুণ ব্যাটিং করেছিল। দুইজনেই নব্বইয়ের ঘরে (আদপে রবীন্দ্র জাডেজা ৮৯ রান ও সুন্দরের তখন সংগ্রহ ছিল ৮০ রান) ব্যাট করছিল। সিদ্ধান্তটা ওদেরই ছিল। আমাদের মনে হয়েছিল যে ওরা যেভাবে ব্যাট করেছে, তারপর শতরানটা ওদের প্রাপ্য ছিল।'
এই বিষয়ে জল আরও গড়ায় কি না, এবার সেটাই দেখার বিষয়।