ম্যাঞ্চেস্টার: ভারতীয় দল ওল্ড ট্রাফোর্ডে সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে। আপাতত পাঁচ ম্যাচের সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket team)। ভারত চতুর্থ টেস্ট ম্যাচ (IND vs ENG 4th Test) জিতে সিরিজ়ে সমতায় ফিরবে কি না, সেটা পরের বিষয়। তবে টসে কিন্তু ভারতের ভাগ্য বদলাল না।
এই টেস্ট সিরিজ়ে এখনও পর্যন্ত এক ম্যাচেও টস জিততে পারেননি ভারতীয় অধিনায়ক শুভমন গিল। এই নিয়ে টানা চারটি ম্যাচে টস হারলেন গিল। এই নিয়ে সব ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দল এক, দুই, তিন নয়, নাগাড়ে ১৪টি টস হারল। টস হারার বিষয়ে এটি বহু আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছে। এমন ঘটনা বিশ্বক্রিকেটে এর আগে ঘটেনি। কোনও দলের টানা ১৪টি টস হারের সম্ভাবনা ১৬৩৮৪ বারে এক বার বা ০.০০০০৬১ শতাংশ। অর্থাৎ এমন ঘটনা কার্যত অসম্ভবেরই আওতায় পড়ে।
সূর্যকুমার যাদব ২০২৫ সালের ২৮ জানুয়ারি রাজকোটে শেষ ভারতীয় অধিনায়ক হিসাবে টস জিতেছিলেন। অর্থাৎ প্রায় দেড় বছর কোনও ম্যাচে কোনও টস জেতেনি টিম ইন্ডিয়া। ঘটনাক্রমে শুধু ভারতীয় পুরুষ নয়, মহিলা দলের ক্ষেত্রেও ছবিটা খুব একটা ভিন্ন নয়। ইংল্য়ান্ডকে হরমনপ্রীতরা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে, দুইয়েই হারিয়েছে। কিন্তু গোটা সফরে হরমনপ্রীত কৌর একটি টসও জিততে পারেননি। প্রথম টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানা ভারতের হয়ে টস জিতেছিলেন। তারপর হরমনপ্রীত দলে ফেরার পর থেকে টানা সাতটি টস হারে 'ওমেন ইন ব্লু'।
এই ম্যাচে টস হারলেও ভারতীয় দল শুরুটা কিন্তু বেশ ভালই করেছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, মেঘলা আকাশে স্টোকস আশা করছিলেন জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, ক্রিস ওকসরা ভারতীয় টপ অর্ডারকে নাকানি চোবানি খাওয়াবেন। তবে তেমনটা হল না।
বোলিং সহায়ক পরিবেশে ভারতীয় দলের দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল দুরন্ত পরিপক্কতার সঙ্গে ব্যাটিং করেন। চতুর্থ টেস্টের প্রথম সেশনে ইংল্যান্ড বোলাররা ভারতীয় দলের কোনও উইকেটই ফেলতে পারলেন না। দুই ওপেনার যশস্বী ৩৬ ও রাহুল ৪০ রানে অপরাজিত থেকেই সাজঘরে ফেরেন। ২৬ ওভারে তিন রান প্রতি ওভার গড়ে সেশনে মোট ৭৮ রান তোলে ভারতীয় দল। অবশ্য লাঞ্চের পর পরই দুই ওপেনারকে হারায় ভারত। রাহুল ৪৬ রানে আউট হওয়ার পর যশস্বী নিজের অর্ধশতরান পূরণ করলেও, বেশিদূর এগোতে পারেননি। ৫৮ রানে ফেরেন তিনিও। এই প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৪৬ ওভারে ১৩২ রানে দুই।