ওভাল: গোটা সিরিজে তিনি বল হাতে দাপট দেখিয়েছেন। তবে ওভালে হ্যারি ব্রুকের ক্যাচ নষ্ট করে বিতর্কে মহম্মদ সিরাজ (mohammed siraj)। ভারতীয় পেসারের জ্বালা বাড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। বলে দিলেন, শুধু এই সুযোগ নষ্টের জন্যই মনে রাখা হবে সিরাজকে। সে তিনি যতই ভাল বল করুন না কেন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের মতে, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে বল হাতে ভাল পারফর্ম করার পরেও মহম্মদ সিরাজকে 'দ্য ওভাল' টেস্টের চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচটি ধরতে না পারার জন্য মনে রাখা হবে।
৩৫তম ওভারের প্রথম বল। ব্রুক তখন মাত্র ১৯ রানে ব্যাট করছিলেন। জীবনদান পান তিনি। যখন সিরাজ, যিনি অল্প সময়ের বিরতির পর মাঠে ফিরেছিলেন, প্রসিদ্ধ কৃষ্ণর বলে বাউন্ডারি লাইনের ধারে ব্রুকের ক্যাচ ধরেন। কিন্তু ক্যাচ ধরার পর শরীরের ভারসাম্য রক্ষা করতে না পারায় সিরাজের পা বাউন্ডারি লাইনে লেগে যায়। সেটি ছক্কা হয়ে যায়। পুরো সিরিজে ভাল বোলিং করা সত্ত্বেও সিরাজকে এই ক্যাচের জন্য মনে রাখা যেতে পারে, বলছেন নাসের হুসেন।
হুসেন স্কাই স্পোর্টসে বলেন, "সেটা ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত ছিল। যদি সেই সময়ে ব্রুক আউট হয়ে যেত, তাহলে ইংল্যান্ডের জন্য কঠিন হতে পারত লড়াই।"
ভারতের জন্য এটি একটি বিরাট ধাক্কা হিসাবে প্রমাণিত হয় কারণ ব্রুক ১১১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ব্রুকের এটি ছিল দশম টেস্ট সেঞ্চুরি।
হুসেন ব্রুকের প্রশংসা করে বলেন, "ও রান তোলার গতি একেবারে সঠিক রেখেছিল, যার ফলে রুট অন্য প্রান্তে নিজের মতো করে খেলতে পেরেছিল। ব্রুকের শক্তি তো আছেই, তার সঙ্গে ওর ব্যাট স্পিডও অসাধারণ, যা দিয়ে সে সহজে বল হিট করে। সে যে কোনও ওয়াইড বলে ঝাঁপিয়ে পড়ে। ও ৫০ ইনিংসে ১০টি সেঞ্চুরি করেছে, যা অবিশ্বাস্য এবং ওর ভবিষ্যৎ উজ্জ্বল কারণ ওর মধ্যে রান করার খিদে রয়েছে।"
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হুসেন জো রুটেরও প্রশংসা করেন। তিনি বলেন যে, রুট রুটের মতোই খেলেছেন। মাথা গরম করে কদাচিৎ কোনও শট খেলেছেন। হুসেন বলেছেন, 'আমি জানি না যে, আমি ওকে আজ যত ভাল কভার ড্রাইভ খেলতে দেখেছি, তা আগে কখনও দেখেছি কি না। ও কভার ড্রাইভ খুব ভালভাবে খেলে। তবে আজ অনবদ্য।"
জো রুটও তাঁর টেস্ট কেরিয়ারের ৩৯তম সেঞ্চুরি করেন। তিনি ১৫২ বলে ১২টি চার মেরে ১০৫ রান করেন।