ওভাল: একজন মুসলিম। রমজান পালন করেন। হজে গিয়েছিলেন। সেখান থেকে ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

অপরজন হিন্দু। দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ। রীতি মেনে সাত পাক ঘুরে বিয়ে করেছেন।

মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ (mohammed siraj and prasidh krishna)। দুই ধর্মাবলম্বী দুই ক্রিকেটার। ওভালে ইংরেজদের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন। তছনছ করে দিলেন ইংল্যান্ড ইনিংস। ভারতের জয়ের দুই নায়ক। দেশের জন্য মাঠে নিজেদের উজাড় করে দিলেন।

ওভালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ অমীমাংসিত রেখে ফিরছে ভারত। পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে ব্রিটিশদের ডেরায় তাদের দর্পচূর্ণ করেছে টিম ইন্ডিয়া। ওভালে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দলকে ম্যাচ জেতালেন সিরাজ ও কৃষ্ণ যে, সোশ্যাল মিডিয়ায় দুজনের বন্দনা শুরু হয়ে গিয়েছে। বলাবলি হচ্ছে, এটাই ভারত। বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ। ধর্ম, জাতপাতের বিভেদ ভুলে দেশের জন্য মাঠে নিজেদের নিংড়ে দিলেন সিরাজ ও কৃষ্ণ। তৈরি করলেন উদাহরণ।

সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের নাটকীয় জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দুই পেসার। একটা সময় যশপ্রীত বুমরার ছায়ায় যেন ঢাকা পড়ছিলেন। জুটিতে জ্বলে উঠলেন এমন এক ম্যাচে, যে ম্যাচে বুমরা খেলছেন না। আর বুমরা না খেলা মানে ভারতীয় বোলিংও যেন ঝাঁঝ হারায়, বিশেষজ্ঞরাও সেরকম মনে করেন।

 

 

 

ওভালে অবশ্য নিজেদের প্রমাণ করার সংকল্প নিয়ে যেন বল করতে নেমেছিলেন দুই পেসার। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুজনই নিলেন চারটি করে উইকেট। সিরাজ ১০৪ রানে ৫টি। কৃষ্ণ ১২৬ রান খরচ করে ৪টি। সব মিলিয়ে দুই ইনিংস মিলিয়ে সিরাজের ৯ উইকেট। তিনিই ম্যাচের সেরা। ৮ উইকেট কৃষ্ণর।