লন্ডন: ৩০ জুলাই, আজ থেকে ঠিক পাঁচ দিন আগে, ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) প্রথম দিন এক কিংবদন্তি এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন (Dale Steyn)। তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটা ছিল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) নিয়ে। ওভাল টেস্ট শেষ তার জবাব দিলেন ভারতের তারকা ফাস্ট বোলার।

কী ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টেইন? প্রোটিয়া কিংবদন্তি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'সিরাজ পঞ্চম টেস্টে পাঁচ উইকেট নেবে।' ম্যাচের শেষবেলায়, দ্বিতীয় ইনিংসে সিরাজ পাঁচ উইকেট তো নিলেনই, দলকে ম্যাচও জিতিয়ে, সিরিজ় ড্র করতে সাহায্য করেন। তারপরেই স্টেইনের সেই পাঁচদিন পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দিয়ে সিরাজ লেখেন, 'আপনি যা চেয়েছিলেন, আমি তাই দিলাম। আপনার তরফ থেকে এইটা আসায় বড় ব্যাপার।'

 

সিরাজের জন্য শুধু এই ম্য়াচ নয়, গোটা সিরিজটাই বেশ ঘটনাবহুল কেটেছে। তিনিই শেষ ব্যাটার হিসাবে টানটান লর্ডস টেস্টে আউট হয়েছিলেন। ভারতীয় দল সেই ম্যাচ হেরেছিল। হারের পর মাঝ ক্রিজে ঠায় দাঁড়িয়েছিলেন হতাশ সিরাজ। হারের সঙ্গে আপোস করাটা বেশ কঠিন ছিল। এই ম্যাচেও গতকালই ১৯ রানে ব্যাট করা হ্যারি ব্রুকের ক্যাচ সঠিকভাবে ধরতে পারেননি তিনি। বল তালুবন্দি করেও বাউন্ডারি পার করে যাওয়ায় ব্রুক জীবন ও ছয় রান, দুইই পান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন আশঙ্কা করেছিলেন এই ঘটনার জন্যই কুখ্যাত হয়ে থেকে যাবেন তিনি। 

তবে সেই স্থান থেকে ঘুরে দাঁড়ান সিরাজ। ম্যাচের শেষদিনে দলকে জেতান। তিনি কিন্তু এই ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাঁর সতীর্থ যশপ্রীত বুমরারও এক কৃতিত্বে ভাগ বসালেন। এই সিরিজ়ের সর্বাধিক উইকেটসংগ্রাহকের নাম সিরাজ। একটি সিরিজ়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে সিরাজ বুমরার সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থান দখল করে নিলেন।

ইংল্যান্ডে খেলা কোনও টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ এবং বুমরা - দুইজনেরই ২৩টি করে উইকেট রয়েছে। বুমরা ২০২১-২০২২ সালে ইংল্যান্ড সফরে মোট ২৩ উইকেট নিয়েছিলেন। এবার সিরাজও ইংল্যান্ড সফরে সমসংখ্যক উইকেটই নিয়ে ফেলেছেন। ইংল্যান্ডে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয়দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার, যিনি ২০১৪ সালের সিরিজে ১৯টি উইকেট নিয়েছিলেন।