মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (Ind vs Eng Test Series) দুর্দান্ত পারফর্ম করা মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আলোচনা সর্বত্র হচ্ছে। ক্রিকেট ভক্ত থেকে শুরু করে প্রাক্তন তারকারা পর্যন্ত সিরাজের প্রশংসায় পঞ্চমুখ। একদিকে, তারকা পেসার যশপ্রীত বুমরা অতিরিক্ত পরিশ্রমের ধকল যাতে কাবু না করে ফেলে সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন, সেখানে সিরাজ পাঁচটি টেস্ট ম্যাচই খেলেছেন এবং দারুণ বোলিং করেছেন। অনেকে জানলে অবাক হবেন যে, সিরাজ এই বছর অর্থাৎ ২০২৫ সালে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ২৩১.৩ ওভার বোলিং করেছেন। তিনি এই বছর এখনও পর্যন্ত ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার এবং সবচেয়ে বেশি ওভার করা বোলারও।
এই বছর ব্লেসিং মুজারবানি সবথেকে বেশি ওভার বল করেছেন
জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারবানি এই বছর সবথেকে বেশি ওভার বল করেছেন। তিনি সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারও। মুজারবানি ২৫২.৪ ওভার করেছেন এবং ৩৫টি উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এই বছর সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ২৯ উইকেট নিয়েছেন, কিন্তু ওভার করার ক্ষেত্রে সিরাজের থেকে বেশ পিছিয়ে আছেন তিনি। স্টার্ক এই বছর এখনও পর্যন্ত টেস্টে ১৪৮.১ ওভার বোলিং করেছেন।
মহম্মদ সিরাজ করেছেন ২১৩.৩ ওভার
২০২৫ সালে টেস্টে এখনও পর্যন্ত সিরাজ ২১৩.৩ ওভার বোলিং করেছেন। এই সময়ে তিনি ২৭ উইকেট নিয়েছেন। তিনি এই বছর টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার নাথান লায়ন ১৭৩.৩ ওভার বোলিং করে ২৪ উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ১০৩.২ ওভার করে ২২ উইকেট নিয়েছেন। এছাড়াও, ইংল্যান্ডের জোশ টাং ১৫২ ওভার বোলিং করে ২১ উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স ১২৫.৩ ওভার করেছেন। এই সময়ে তিনি ২০ উইকেট পেয়েছেন।
বুমরা-র থেকে বেশি বল করেছেন বেন স্টোকস
অনেকে জেনে অবাক হবেন যে, এই বছর এখনও পর্যন্ত টেস্টে যশপ্রীত বুমরা-র থেকে বেশি বল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। স্টোকস ২০২৫ সালে এখনও পর্যন্ত ১৫১.২ ওভার বোলিং করে ২০ উইকেট নিজের নামে করেছেন। সেখানে যশপ্রীত বুমরা করেছেন মাত্র ১২৯.৪ ওভার। বুমরা এই বছর এখনও পর্যন্ত ১৬ উইকেট পেয়েছেন।