বেঙ্গালুরু: রাত পোহালেই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs NED)। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। নাগাড়ে আট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। মাঠে ব্যাট হাতে তো বটেই, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের নেতৃত্ব দেওয়ার দক্ষতায়ও সকলকে প্রভাবিত করেছেন। ডাচদের বিরুদ্ধে ম্যাচের আগে নেতা রোহিতেরই প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।


মাঠ এবং মাঠের বাইরে রোহিত যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে তাতে মুগ্ধ দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, 'রোহিত নিঃসন্দেহে একজন নেতা। আমার মতে মাঠ এবং মাঠের বাইরে ও নেতার মতোই দলকে নেতৃত্ব দিয়েছে। অনেক ম্যাচই আমাদের কাছে চাপের হতে পারত। কিন্তু রোহিত যেভাবে আমাদের হয়ে ইনিংসের শুরুটা করেছে, তাতে দলের উপর থেকে সমস্ত চাপ সরে গিয়েছে। গোটা বিশ্বকাপ জুড়ে এটা সবাই দেখতে পেয়েছে।'


দ্রাবিড় টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্সের জন্য গোটা দলকে বাহবা দেন। সেমিফাইনালের এই পারফরম্যান্সের স্তরটাই ধরে রাখতে হবে বলে মত তাঁর। 'আমরা গোটা টুর্নামেন্ট জুড়েই উঁচু মানের ক্রিকেট খেলেছি। আমরা যেভাবে খেলে আসছি, সেটাই ধরে রাখতে হবে। আমরা চেন্নাইয়ে টুর্নামেন্ট শুরু করি। নয়টির মধ্যে আটটি শহরে খেলে ফেলেছি। এই দলের সকলেই দারুণভাবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আট ভেন্যুতেই দলগতভাবে দারুণ ক্রিকেট খেলেছি। এটাও (বেঙ্গালুরু) কিন্তু দারুণ ভেন্যু।' বলেন ভারতীয় কোচ।


ভারতীয় দলের ব্যাটার এবং বোলাররা সবাই বেশ ভাল ফর্মে রয়েছেন। এই ম্যাচে সূর্যকুমার যাদবকে পরখ করে নেওয়ার একটা সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। হার্দিক পাণ্ড্য আর বাকি বিশ্বকাপ খেলতে পারবেন না। তাই সূর্যর উপর ফিনিশার হিসাবে গুরু দায়িত্ব থাকবে। ডাচদের বিরুদ্ধে তাঁকে পরখ করে নেওয়ার একটা সুযোগ পাবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ভারতের বোলিং বিভাগ তো গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য ফর্মে। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা সব ম্যাচই খেলেছেন। নিয়মরক্ষার ম্যাচে বুমরাদের বিশ্রাম দেওয়ার একটা সুযোগ রয়েছে বটে। সেক্ষেত্রে হার্দিকের বদলে দলে আসা প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো হতে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন আদৌ ভাঙতে চাইবে কি না, সেই বিষয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: শীর্ষে পৌঁছতে লাগবে ৭ উইকেট, আগুনে ছন্দে থাকা শামির অসাধ্যসাধন ?