পুণে: একদিকে যেখানে ওড়িশা, পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি, ঝড়ের দাপট দেখা যাচ্ছে, সেখানে পশ্চিম ভারতের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। তীব্র গরম, তাপে পুড়ছে মহারাষ্ট্র। এই গরমেই পুণেতে চলছে ভারত বনাম নিউজ়িল্য়ান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs NZ 2nd Test)। সেই ম্যাচের প্রথম দিনই তীব্র জলসঙ্কটে ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। তবে দ্বিতীয় দিন ছবিটা বদলাল। 


পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য যে প্যাকেজড জলের ব্যবস্থা করা হয়েছিল, বৃহস্পতিবার, ম্যাচের প্রথম দিন তা নির্ধারিত সময়ে এসে পৌঁছয়নি। তাই তীব্র গরমে পানীয় জল ছাড়াই দীর্ঘক্ষণ সময় খেলা দেখতে হয়েছিল দর্শকদের। যা নিয়ে তীব্র ক্ষোভ। বিতর্কবিদ্ধ পুণে টেস্টের প্রথম দিন। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসল এই ঘটনার জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চান।


বৃহস্পতিবার, ভারত বনাম নিউজ়িল্যান্ড টেস্টের প্রথম দিন মাঠে খেলা দেখতে এসেছিলেন ১৮ হাজার দর্শক। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের বেশিরভাগ অংশেই কোনও শেড নেই। তীব্র রোদের মধ্যে বসেই খেলা দেখতে হয় দর্শকদের। প্রথম সেশনের খেলার পরই সকলে নির্ধারিত জলের জায়গায় দৌড়ন। কিন্তু সেখানে গিয়ে তাঁদের শুনতে হয়, পানীয় জল নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।


ম্যাচের দ্বিতীয় দিন, শুক্রবার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেইজন্য তৎপর ছিলেন কর্মকর্তারা। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মাঠে উপস্থিত দর্শকরা কোনওভাবেই যাতে জলকষ্টে না ভোগেন, সেই কারণে ২০ লিটারের ক্যানে করে এক লক্ষ প্যাকেজড জল বিভিন্ন বুথে বুথে বন্টন করা হয়। পিটিআইকে এক আধিকারিক অন্তত এমনটাই জানান। ২০ লিটারের মোট ৩৮০০ জলের ক্যান মজুত ছিল মাঠে। তপ্ত, শুষ্ক শুক্রবারে এর পাশাপাশি আরও ৫০০টি জলের ক্যানও ব্যাক আপ হিসাবে কিন্তু রাখা হয়েছিল। অর্থাৎ যাতে দর্শকদের জলকষ্ট না হয়, সেই বিষয়ে তৎপর ছিলেন কর্তারা। 


প্রসঙ্গত, জলের সমস্যা মিটলেও, ম্যাচের দ্বিতীয় দিনটা ভারতীয় সমর্থকদের জন্য খুব সুখকর কিন্তু হল না। স্পিন ফাঁদে ফেঁসে মাত্র ১৫৬ রানেই অল আউট হয়ে যায় ভারত। জবাবে দিনশেষে কিউয়িরা পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলে নিয়েছে। ৩০১ রানে আপাতত পিছিয়ে টিম ইন্ডিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'কেরিয়ারের সবথেকে খারাপ শট', কোহলিকে আউট করে নিজেও হতবাক মিচেল স্যান্টনার