পুণে: নিউজ়িল্যান্ডের (India vs NZ) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের একেবারে শেষ লগ্নে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু ৯ বলে মাত্র ০ রানে ফেরেন রোহিত শর্মা (Rohit Sharma)। যে কারণে শুরুতেই চাপে পড়ে যায় ভারতের ব্যাটিং। সবচেয়ে বড় কথা, যেভাবে নিউজ়িল্যান্ডের পেসার টিম সাউদির বলে বোল্ড হন রোহিত, তাতে ভারত অধিনায়কের টেকনিক নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
প্রশ্ন তুলছেন ভারতেরই প্রাক্তন ক্রিকেটারেরা। সঞ্জয় মঞ্জরেকর থেকে শুরু করে দীনেশ কার্তিক, রোহিতের সমালোচনায় মুখর অনেকেই।
মঞ্জরেকর সাফ জানাচ্ছেন, রক্ষণ আরও মজবুত করতে হবে রোহিতকে। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'হ্যাঁ, রোহিতের রক্ষণ উদ্বেগের। মানসিক দিক থেকে রোহিত দুর্দান্ত। তবে ওর ব্যাটিংয়ের রক্ষণ আরও একটু পোক্ত করতে হবে। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসেও ওকে এইভাবে আউট হতে দেখেছিলাম।'
রোহিতের কেরিয়ারের শুরুর দিকেও যে টেকনিকের গলদ ছিল, জানিয়েছেন মঞ্জরেকর। ৫৯ বছরের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, পায়ের ব্যবহার বাড়াতে হবে হিটম্যানকে। মঞ্জরেকর বলেছেন, 'ওকে ক্রিজে দেখে ভাল লাগছে। তবে আন্তর্জাতিক কেরিয়ারের শুরু থেকেই ওর রক্ষণ দুর্বল যা নিয়ে আমরা কথাও বলেছি। ও না এগিয়ে ব্যাটেই জবাব দিতে চায়। ফের সেই ঘটনা ঘটল।'
রোহিতের 'ডাক' দেখে হতবাক কার্তিকও। বলেছেন, 'বল একটু স্যুইং করছিল আর সাউদি ওকে এর আগেও আউট করেছে। পরিসংখ্যান ধরলে, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বার রোহিত শর্মাকে আউট করেছে সাউদি। ও রোহিতের সঙ্গে লড়াইয়ে একটু এগিয়ে থাকে। ও জানে যে, ও এমন একজন বোলার যাকে নিয়ে রোহিতের ভাল স্মৃতি নেই। তাই রোহিত সময় নিচ্ছিল। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ব্যাটিং করছিল।'
কার্তিক মনে করেন, যেভাবে রোহিত সাউদির বলটি খেলেছিলেন, সেভাবে খেলা উচিত হয়নি। বলেছেন, 'ওটা ছিল সাউদির স্টক বল (স্বাভাবিক যে বল করে অভ্যস্ত হয় কোনও বোলার)। বলটি আলাদা করে দুর্দান্ত কিছু ছিল না। হ্যাঁ স্টাম্পে পড়ে স্যুইং করেছিল কিছুটা। সেটা যে কোনও আন্তর্জাতিক বোলারই চাইবে। রোহিত এমন একটা বলে আউট হল যেটা ওর হওয়া উচিত হয়নি। স্ক্রিনে দেখে যেমনই লাগুক, বলটা ভালভাবে খেলেনি। যেভাবে রক্ষণ করতে চেয়েছে সেটা ওই বলটা সামলানোর রক্ষণ নয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।