পুণে: বেঙ্গালুরুর পর পুণে, পর পর দুই টেস্টে হার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৩ রানে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) পরাজিত হয়ে সিরিজ় খোয়াতে হল টিম ইন্ডিয়াকে। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় হারল টিম ইন্ডিয়া। তবে এই পরাজয়ের পরে এখনই দলের ময়নাতদন্তে নামতে নারাজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, 'এই পরাজয়ের পর বাড়াবাড়ির প্রয়োজন নেই। নির্দিষ্ট কিছু খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলতে হবে। তবে এক কোণায় বসে প্রতিটি ইনিংস আতসকাঁচের তলায় ফেলে পর্যালোচনা করার প্রয়োজন নেই। স্পষ্ট যা বলার বলতে হবে বটে, তবে ওরা যাতে না ঘাবড়ায় মাথা ঠান্ডা রাখে, সেটা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। আমরা তো ১২ বছর ধরে অপরাজিত ছিলাম। এই সময়ে দারুণ ক্রিকেট খেলেছি। এই হারের পরে আলাদাভাবে কিছু বলতে হবে বা আলোচনা করতে হবে বলে আমার মনে হয় না।'
তিনি আরও যোগ করেন, 'আমদের কোন জিনিগুলি আরও ভালভাবে করতে পারতাম, কী করা উচিত ছিল সেই নিয়ে ভাবনাচিন্তা করব। তবে এখনই মেডিক্যাল কিট খুলে কাটাছেঁড়া করার সময় আসেনি। এটা বুঝতে হবে যে এই দলটাই সাম্প্রতিক অতীতে অনেক ভাল পারফর্ম করেছে, ভাল ক্রিকেট খেলেছে।'
এই হার সত্ত্বেও ভারতীয় দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষেই রয়েছে। তবে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকে জয়ের থেকে মাত্র ০.৩২ শতকরা এগিয়ে টিম ইন্ডিয়া। অনেকেই মনে করছেন এই হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পৌঁছনো কিন্তু বেশ খানিকটা চাপের হয়ে গেল। তবে রোহিত এখনই এই বিষয়ে চিন্তাভাবনা করছেন না।
'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ফাইনাল) নিয়ে এত আগে ভাবার মানে হয় না। ম্যাচ হারায় আমি হতাশ। এখনই কী হলে কী হবে, সেই নিয়ে ভাবনাচিন্তার জায়গায় নেই। সিরিজ়টা হারায় আমি দুঃখিত। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। দলগত ব্যর্থতার ফলেই টেস্টে হারতে হয়। জিতলে যেমন সবার কৃতিত্ব থাকে, তেমনই পরাজয়ের দায়টাও সবার।' দাবি রোহিতের।
এরপর ভারতীয় দলের সামনে আরও এক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফিতে অজিভূমে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন রোহিতরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথম দিনে জল জোগান নিয়ে দেখা দিয়েছিল তীব্র অসন্তোষ, পুণেতে দ্বিতীয় দিনে মিটল জলসঙ্কট?