মােতেরা: রেকর্ড গড়ে জয়। বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতে নিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন ভারতীয় দল। ২৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে অল আউট হয়ে গেল নিউজিল্য়ান্ড। ব্যাট হাতে শুভমন গিলের পর বল হাতে বিধ্বংসী স্পেল হার্দিক পাণ্ড্য়, অর্শদীপ সিংহদের। ১৬৮ রানের বিশাল ব্যবধানে নিউজিল্য়ান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।


এদিন রান তাড়া করতে নেমে ফিন অ্যালেন প্রথম ওভারেই ফিরে যান। হার্দিক পাণ্ড্যর বলে স্লিপে ক্যাচ তুলে দেন অ্যালেন। দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। পরের ওভারেই ডেভন কনওয়ে ফিরে যান অর্শদীপ সিংহের বলে। সেই ওভারেই মার্ক চাপম্যানও খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। গ্লেন ফিলিপসকে এরপর ফিরিয়ে দেন হার্দিক পাণ্ড্য। ফের একবার স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন সূর্যকুমার। পাওয়ার প্লে-র আগের ওভারে এসে ব্রেসওয়েলকে বোল্ড করে দেন উমরান মালিক। প্রথম ৬ ওভার শেষে নিউজিল্যান্ড বোর্ডে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩০ রানই তুলতে পারে। 


শেষের দিকে ৩৫ রানের ইনিংস খেলেন ড্য়ারেল মিচেল ২৫ বলে ৩৫ রান করেন। ১৩ রান করেন মিচেল স্যান্টনার। হার্দিক পাণ্ড্য ভারতীয় বোলারদের মধ্য়ে সবচেয়ে সফল বোলার। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টো করে উইকেট নেন উমরান মালিক, শিভম মাভি ও অর্শদীপ সিংহ।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। সিরিজের নির্ণায়ক ম্যাচ। শুরুতে ব্যাটিং করে বড় রান বোর্ডে তুলে নেওয়াটাই ছিল লক্ষ্য। আগের ২ ম্যাচে ভারতের ২ ওপেনার রান পাননি। এদিনও মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষাণ। তবে শুভমন গিল এদিন অন্য মেজাজে ব্যাট করতে নেমেছিলেন। শুরুতে রাহুল ত্রিপাঠী ও পরে হার্দিক পাণ্ড্যকে নিয়ে দলের স্কোরবোর্ডকে দুশোর গণ্ডি পার করিয়ে দেন। রাহুল ত্রিপাঠী এদিন ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলে প্রথমে রান তোলার গতি বাড়িয়ে দেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তিনি ফিরে যাওয়ার পর এদিন সূর্যকুমার যাদব বেশি বড় রান করতে পারেননি। তিনি ২৪ রান করেন। নিজের অর্ধশতরান হাঁকানোর পরই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন গিল। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৬ রান করেন তিনি। ১২টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি। হার্দিক ১৭ বলে ৩০ রান করেন।