নেপিয়ার: গ্লেন ফিলিপ্স, ডেভন কনওয়ের (Devon Conway) অনবদ্য অর্ধশতরান সত্ত্বেও, স্লগ ওভারে ভারতীয় বোলারদের দাপটে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs NZ 3rd T20I) মাত্র ১৬০ রানেই থেমে গেল নিউজিল্যান্ডের ইনিংস। বল হাতে দুরন্ত পারফর্ম করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দুই ভারতীয় তারকাই চারটি করে উইকেট নেন।
এদিন কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদি নিউজিল্যান্ড অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যদিও বৃষ্টির জেরে নির্ধারিত সময়ের খানিকটা পরেই ম্যাচ শুরু হয়। ম্যাচের শুরুতেই নতুন বলে দুর্দান্ত বোলিং করেন ভারতীয় বোলাররা। কিউয়ি ওপেনার ফিন অ্যালেনকে মাত্র তিন রানে ফেরান অর্শদীপ। মার্ক চ্যাপম্যানও ১২ রানের বেশি করতে পারেননি। তবে ভারতীয় দল পাওয়ার প্লেতে দুই উইকেট নিলেও, কিউয়িরা ৪৬ রান তোলে। চ্যাপম্যান আউট হয়ে যাওয়ার পরেই ডেভন কনওয়েকে সঙ্গ দিতে আসেন ইনফর্ম গ্লেন ফিলিপ্স।
ফিলিপ্স, কনওয়ের অর্ধশতরান
দুই তারকা প্রাথমিক চাপ সামলে আক্রমণ শুরু করেন। অর্ধশতরানও পূরণ করেন দুইজনেই। এক সময়ের যখন মনে হচ্ছিল এই দুইয়ের দাপটে কিউয়িরা ১৮০-র অধিক রান তুলে ফেলবে, তখনই ভারতকে ম্যাচে ফেরান মহম্মদ সিরাজ। ফিলিপ্সকে ৫৪ রান সাজঘরে ফেরত পাঠান তিনি। তৃৃতীয় উইকেটে ৮৬ রানের পার্টনারশিপ ভাঙে। ফিলিপ্স আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ। ফিলিপ্স আউট হওয়ার পরের ওভারেই কনওয়েকে ৫৯ রানে ফেরান অর্শদীপ।
৩০ রানে আট উইকেট
এক সময়ে ১৩০ রানে দুই উইকেট থেকে ১৬০ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড ইনিংস। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি কিউয়িরা। দুই বল বাকি থাকতেই তাঁরা অল আউট হয়ে যায়। ভারতের হয়ে ১৭ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে এদিনের সফলতম বোলার সিরাজ। অর্শদীপ চার উইকেট নিলেও তিনি ৩৭ রান খরচ করেন। এবার দেখার ভারতীয় ব্যাটাররা ১৬১ রান সফলভাবে তাড়া করে ২-০ সিরিজ জিততে পারে না কি কিউয়িরা ভারতকে হারিয়ে সিরিজ ড্র করতে সক্ষম হয়। ভারতের বড় ভরসা গত ম্যাচে শতরান করা সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: ২৪ বছরের রেকর্ড ভেঙে ব্যাট হাতে নতুন কীর্তি সুদীপ-অভিমন্যুর