কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) সোমবার রেকর্ডের ছড়াছড়ি। সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার দুই ওপেনারই সেঞ্চুরি করলেন। ১২৯ বলে ১৬২ রান করেন সুদীপ ঘরামি। অন্য ওপেনার তথা অধিনায়ক অভিমন্যু ১২৩ বলে ১২২ রান করেন। ৪০.৪ ওভারে দুই ওপেনার ২৯৮ রান যোগ করেন। যা বাংলার হয়ে রেকর্ড। 


সুদীপ-অভিমন্যুর এই ২৯৮ রানের ওপেনিং পার্টনারশিপ লিস্ট এ ক্রিকেটে বাংলার হয়ে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮-৯৯ মরসুমে নিখিল হলদিপুর এবং লক্ষীরতন শুক্ল দিল্লির বিরুদ্ধে যোগ করেছিলেন ২১২ রান। সেটাই এতদিন ছিল বাংলার হয়ে সর্বোচ্চ। ২০০৯-১০ মরসুমে সৌরভ গঙ্গোপাধ্যায় ও শ্রীবৎস গোস্বামী ১৯৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ২০১১-১২ মরসুমে অনুষ্টুপ মজুমদার ও ঋদ্ধিমান সাহা ১৯০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। আপাতত সুদীপ-অভিমন্যুর রেকর্ডের তলায় চাপা পড়ল আগের সব কীর্তি।                                                                                                        


ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন সুদীপ ঘরামিও। তিনি করেছেন ১৬২ রান। তিন বছর আগে ঝাড়খন্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের ১৪৯ রান টপকে তিনিই এখন ওপেনার হিসাবে বাংলার হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হলেন।


বাংলার জয়


সোমবার টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল সার্ভিসেস। বাংলা ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে। সেঞ্চুরি করেন দুই ওপেনারই। ১২৯ বলে ১৬২ রান করেন সুদীপ ঘরামি। অন্য ওপেনার তথা অধিনায়ক অভিমন্যু ১২৩ বলে ১২২ রান করেন। ৪০.৪ ওভারে দুই ওপেনার ২৯৮ রান যোগ করেন। যা বাংলার হয়ে রেকর্ড। তিন নম্বরে নেমে ২৮ বলে ৫৯ রান করেন শাহবাজ আমেদ। ঋত্বিক রায়চৌধুরী ১২ বলে ৩১ রান করেন। ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। বাংলা তোলে ৪২৬/৪।


জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস শুরুতে রবি চৌহানের (১৭) উইকেট হারালেও, পাল্টা লড়াই শুরু করে। ৩৮ বলে ৫৭ রান করেন শুভম রোহিল্লা। অংশুল গুপ্ত ৪৮ বলে ৫১ রান করেন। হাফসেঞ্চুরি করেন রজত পালিওয়াল (৬৫), অর্জুন শর্মা (৭৫) ও দেবেন্দ্র লোচাব (৫৮)। ৩৭৯/৯ স্কোরে আটকে যায় সার্ভিসেস। বাংলা ম্যাচ জেতে ৪৭ রানে।


আরও পড়ুন: ঝাঁ চকচকে রুম, কাতারে মেসির অন্দরমহলে উঁকি মারবেন?