IND vs NZ 3rd Test Live: ফের ব্যাটে ব্যর্থ রোহিত-কোহলি, কোণঠাসা টিম ইন্ডিয়া, ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচের লাইভ আপডেট

India vs New Zealand: সিরিজের নিরিখে এই টেস্ট গুরুত্বহীন হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে অসীম গুরুত্ব। কারণ, চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে বাকি ৬ টেস্টের মধ্যে ৪টিতে জিততে হবে ভারতকে।

ABP Ananda Last Updated: 01 Nov 2024 05:25 PM
India vs New Zealand Live: নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৪৯ রানে পিছিয়ে ভারত

পরপর তিন উইকেট হারিয়ে চাপে ভারত। প্রথম দিনের শেষে স্কোর ৮৬/৪। নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৪৯ রানে পিছিয়ে ভারত।

India vs New Zealand Live: ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত

৬ বলে ৪ করে রান আউট কোহলি। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত।

IND vs NZ Live Score: ভারতের স্কোর ৭৮/৩

আজাজ পটেলের পরপর দু'বলে ফিরলেন যশস্বী জয়সওয়াল (৩০) ও নাইট ওয়াচম্যান হিসাবে নামা সিরাজ (০)। ভারতের স্কোর ৭৮/৩।

IND vs NZ Score Live: ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ৬৫/১

১৫ ওভারের শেষে ভারতের স্কোর ৬৫/১। ক্রিজে যশস্বী (২২) ও গিল (২৪)। নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৭০ রানে পিছিয়ে ভারত।

India vs New Zealand Live: ফের ব্যাট হাতে ব্যর্থ রোহিত

ফের ব্যাট হাতে ব্যর্থ রোহিত। ১৮ বলে ১৮ রান করে ফিরলেন। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৩২/১।

India vs New Zealand Live: ১৫ রানের মাথায় রোহিত শর্মা জীবন পেলেন

ব্যক্তিগত ১৫ রানের মাথায় রোহিত শর্মা জীবন পেলেন। ম্যাট হেনরির বলে তাঁর ক্যাচ ফেললেন ওরুক। ভারতের স্কোর ২৪/০।

IND vs NZ Live Score: ২৩৫ রানে অল আউট নিউজ়িল্যান্ড

২৩৫ রানে অল আউট নিউজ়িল্যান্ড। পাঁচ শিকার রবীন্দ্র জাডেজার। চার উইকেট ওয়াশিংটন সুন্দরের।

IND vs NZ Score Live: নিউজ়িল্যান্ডের স্কোর ২২৮/৯

ওয়াশিংটনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ডারিল মিচেল। ৮২ রান করে। নিউজ়িল্যান্ডের স্কোর ২২৮/৯।

IND vs NZ Live Score: ৬২ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ২১৭/৮

ঈশ সোধি ও ম্যাট হেনরিকে পরপর তুলে নিলেন জাডেজা। পাঁচ উইকেট পূর্ণ হল তাঁর। ৬২ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ২১৭/৮।

IND vs NZ 3rd Test Live Updates: দু'শো পার

রিভিউ নষ্ট। মিচেল একবার নিজে রিভিউ নিয়ে সাফল্য পেয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে রিভিউ নিয়ে ভারতের লাভ হল না। নষ্ট হল রিভিউ। ছয় উইকেটেই দু'শোর গণ্ডি পার করে ফেলল কিউয়িরা। 

IND vs NZ 3rd Test Live Score: চা বিরতিতে কিউয়িদের স্কোর ১৯২

দ্বিতীয় সেশনের সমাপ্তি। ম্যাচের দ্বিতীয় সেশনের শুরুটা কিউয়িরা ভাল করলেও, শেষে জাডেজার ঘূর্ণিতে দুরন্তভাবে ম্যাচে ফিরল ভারত। জাডেজাই তিনটি উইকেট নেন। সেশনে মোট ১০০ রানের বিনিময়ে তিনটি উইকেট পড়ে।

IND vs NZ 3rd Test Live Updates: জাডেজার দুরন্ত বোলিং

আগের দুই উইকেট স্পিনিং বলে পেয়েছিলেন। এবার সোজা বলে গ্লেন ফিলিপ্সের উইকেট ভাঙলেন জাডেজা। ষষ্ঠ উইকেট হারাল কিউয়িরা।

IND vs NZ 3rd Test Live Score: অর্ধশতরানের দিকে অগ্রসর মিচেল

একই ওভারে জাডেজার জোড়া উইকেট। ইয়ংকে আউট করার পর দুরন্ত বলে ব্লান্ডালের অফ স্টাম্পও ভেঙে দেন ভারতের তারকা ক্রিকেটার। আপাতত ৫১ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৬/৫। ৪৫ রানে ব্যাট করছেন মিচেল। 

IND vs NZ 3rd Test Live Updates: চতুর্থ সাফল্য

অবশেষে ভাঙল পার্টনারশিপ। উইল ইয়ংকে ৭১ রানে আউট করে ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা। ১৫৯ রানে পড়ল চতুর্থ উইকেট।

IND vs NZ 3rd Test Live Score: মিচেলের জীবনদান

অশ্বিনের বলে অবশেষে অর্ধশতরান পার্টনারশিপ ভেঙে ফেলেছিল ভারত। মিচেলকে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। তবে সঙ্গে সঙ্গে ডিআরএস নেন কিউয়ি তারকা। দেখা যায় বল তাঁর প্যাড নয় গ্লাভসে লেগেছে। ফলে আম্পায়ার তাঁকে নট আউট দিতে বাধ্য হন। ৪০ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩৪/৩।

IND vs NZ 3rd Test Live Updates: এগোচ্ছে নিউজ়িল্যান্ড

উইল ইয়ং এবং মিচেল ইতিমধ্যেই চতুর্থ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ইয়ং নিজের হাফসেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন। ৩৮ ওভার শেষে কিউয়িদের স্কোর ১৩০/৩। 

IND vs NZ 3rd Test Live Score: মধ্যাহ্নভোজের বিরতি

তৃতীয় টেস্টের প্রথম সেশনের খেলা শেষ। মধ্যাহ্নভোজের বিরতিতে কিউয়িদের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৯২ রান। আপাতত উইল ইয়ং ৩৮ ও ড্যারেল মিচেল ১১ রানে ব্যাট করছেন।

IND vs NZ 3rd Test Live Updates: সুন্দরের জোড়া সাফল্য

গত ম্যাচে দুই ইনিংসেই অনবদ্য বোলিং করেছিলেন। ওয়াংখেড়েতেও শুরুটা অনবদ্যভাবে করলেন ওয়াশিংটন সুন্দর। ল্যাথামকে ২৮ রানে ফেরানোর পর সিরিজ়ের ইন ফর্ম ব্যাটার রাচিন রবীন্দ্রকেও পাঁচ রানে ফেরালেন সুন্দর। ২১ ওভার শেষে কিউয়িদের স্কোর ৭৫/৩।

IND vs NZ 3rd Test Live Score: ৫০ পার

এক উইকেট হারিয়েই ৫০ রানের গণ্ডি পার করে ফেলল নিউজ়িল্যান্ড। ল্যাথাম ও ইয়ং ইতিমধ্যেই ৩৬ রান যোগ করে ফেলেছেন।

IND vs NZ 3rd Test Live Updates: প্রথম সাফল্য

নতুন বল হাতে টিম ইন্ডিয়াকে প্রথম সাফল্য এনে দিলেন আকাশ দীপ। মাত্র চার রানে ডেভন কনওয়েকে এলবিডব্লু করে সাজঘরে ফেরালেন তিনি।

IND vs NZ 3rd Test Live Score: নেই বুমরা

গত ম্যাচে নিউজ়িল্যান্ডের জয়ের নায়ক মিচেল স্যান্টনার এই টেস্টে খেলতে পারছেন না। বুমরাও অসুস্থ বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বুমরার বদলে ভারতীয় একাদশে আসলেন মহম্মদ সিরাজ। 

IND vs NZ 3rd Test Live Updates: টস জিতলেন ল্যাথাম

নিউজ়িল্যান্ডের হয়ে আবারও টস জিতলেন টম ল্যাথাম। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউয়ি অধিনায়ক।

IND vs NZ 3rd Test Live Score: কোহলির বিশেষ প্রস্তুতি

গত ম্যাচে দুইবারই স্পিনারের বলে আউট হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বারংবার স্পিনাররা তাঁকে সমস্যায় ফেলেছেন। সেই সমস্যা দূর করতে ওয়াংখেড়েতে ম্যাচে নামার আগে নেটে স্যুইপ, রিভার্স স্যুইপের অনুশীলন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে।

প্রেক্ষাপট

মুম্বই: এ যেন হিন্দি সিনেমার নাম। বিশ সাল বাদ। শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ আগেই হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত, এমন কাণ্ড ঘটেছিল ২০ বছর আগে। কাকতালীয় হলেও, সেবারও শেষ টেস্ট ছিল মুম্বইয়ের ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ঘূর্ণি পিচ বানিয়ে সেবার শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জব্দ করেছিল ভারত।


শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত বনাম নিউজ়িল্যান্ড (IND vs NZ) তৃতীয় টেস্ট ম্যাচেও বল ঘোরার সমূহ সম্ভাবনা। ঘূর্ণি পিচেই নিউজ়িল্যান্ডকে ফেলতে চাইছে ভারত। সে যতই কিউয়ি স্পিনাররা ভারতীয় ব্যাটিংকে পরীক্ষার মুখে ফেলে দিক না কেন।


সিরিজের নিরিখে এই টেস্ট গুরুত্বহীন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নিরিখে অসীম গুরুত্ব। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে হলে বাকি ৬ টেস্টের মধ্যে ৪টিতে জিততে হবে ভারতকে। মুম্বইয়ে শেষ ম্যাচে জিতলে অস্ট্রেলিয়া সফরের আগে কিছুটা স্বস্তিতে থাকবে ভারতীয় দল।                 


দেশের মাটিতে অপ্রতিরোধ্য দেখানো ভারতীয় শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছে নিউজ়িল্যান্ড। ভারতীয় ব্যাটিংয়ের স্পিন খেলার দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কিউয়ি স্পিনাররা।


ভারত যদি টেস্টে হেরে যায়? ২০০০ সালের পর এই প্রথম দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে ভারত। ১৯৯৯-২০০০ মরশুমে অস্ট্রেলিয়ার সঙ্গে বর্ডার গাওস্কর ট্রফিতে ৩-০ ব্যবধানে হেরেছিল ভারত। ম্য়াচের আগে যা নিয়ে কিছুটা কি উদ্বেগ গুরু গম্ভীরের গলায়? বলেছেন, 'অবশ্যই এটা কষ্টকর। আর সেই কষ্টটা হওয়া ভাল। কারণ ধাক্কা লাগাটা উচিত। দেশে হোক বা দেশের বাইরে হারলে কষ্ট লাগাই উচিত। মাঝে মধ্য়ে কেউ কেউ বলেন যে এতে কষ্ট পাওয়া উচিত নয়। কিন্তু দেশের জন্য মাঠে নেমে হারলে কষ্ট পাওয়া উচিত।'                     


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.