মুম্বই: ঘরের মাঠে ১২ বছর পর প্রথমবার টেস্ট সিরিজ় হারতে হয়েছে ভারতীয় দলকে (IND vs NZ)। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এহেন পরিস্থিতিতে ওয়াংখেড়েতে হোয়াইটওয়াশ এড়াতে, সম্মানের লড়াইয়ে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই টেস্টের আগেই বিশেষ ধরনের অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)।


ভারতীয় দলের এই সিরিজ়ে ব্যর্থতার কারণ হিসাবে মূলত স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যর্থতাকেই তুলে ধরা হচ্ছে। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। মূলত বিরাট কোহলির দিকে সমালোচনা ধেয়ে এসেছে। বিগত তিন বছরে নয়বার স্পিনের বিরুদ্ধে আউট হয়েছেন কোহলি। তাঁর গড় মাত্র ২৮। গত টেস্টে দুই ইনিংসেই মিচেল স্যান্টনার তাঁকে আউট করেছেন। এই সমস্যা মেটাতেই অনুশীলনে বিশেষ প্রস্তুতি সারতে দেখা গেল কোহলিকে।


তিনি মূলত বাঁ-হাতি স্পিন বোলারদের বিরুদ্ধে অফ স্টাম্পের গার্ড নিয়ে ব্যাট করেন। কোহলি কোন সময়ই স্যুইপ করতে খুব একটা পছন্দ করেন না। তবে অনুশীলনে তাঁকে রিভার্স স্যুইপ খেলতে দেখা যায়। এরপর স্পিনারদের নিজেদের লেংথে বৈচিত্র এনে তাঁকে বোলিং করতেও বলেন কোহলি। তিনি এরপর সময় যত গড়ায় ততই আগ্রাসী ব্যাটিং করেন। এগিয়ে এসে স্টেপ আউট করে বড় শট হাঁকানো, কাট, পুল মারেন কোহলি। তবে নেট বোলারদের বিরুদ্ধে তিনি সড়গড় হওয়ার পর জাডেজা ও কুলদীপ যাদবকেও বোলিং করতে ডেকে নেন।


বুধবার অনুশীলনের আগে টিম হাডেলও হয় এবং সেখানে মূলত দলের প্রধান কোচ গৌতম গম্ভীরই সকলের উদ্দেশে বক্তব্য পেশ করেন। অধিনায়ক রোহিত শর্মাকেও মাঝেসাঝে কথা বলতে দেখা যায়। খানিক পরে খেলোয়াড়রা আবারও জমা হয়ে কথাবার্তা বলেন। ভারতীয় দল নিয়মরক্ষার এই শেষ ম্যাচ জিততে যে আগ্রহী সেকথা কিন্তু গম্ভীর ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও স্পষ্ট জানিয়ে দেন।


অস্ট্রেলিয়া সফরের আগে শেষ টেস্টে নিউজ়িল্যান্ডকে হারাতে মরিয়া ভারতীয় শিবির। গম্ভীর বলছেন, 'আমরা এই টেস্ট ম্যাচ জেতার জন্য ঝাঁপাব। যাতে অস্ট্রেলিয়ায় অন্তত একটা টেস্ট ম্যাচ জিতে যেতে পারি। দেশের জন্য দারুণ কিছু করার সুযোগ রয়েছে ছেলেদের সামনে। এটা আর একটা সুযোগ আর ছেলেদের বলছি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সবাই পায় না। আমরা খুব ভাল করেই জানি যে, ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছি।'





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।




আরও পড়ুন: রিটেনশনের কথা মাথায় রেখে দলের স্বার্থে বিরাট পদক্ষেপ গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিলের