পুণে: এক 'এস'-এর জবাবে আর এক 'এস'। অফস্পিনারের জবাবে বাঁহাতি স্পিনার। সুন্দরের জবাবে স্যান্টনার। 


পুণেতে ভারত বনাম নিউজ়িল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭ উইকেট নিয়ে কিউয়ি ইনিংসকে ভেঙেছিলেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। তাঁর দাপটেই শেষ ৭ উইকেট মাত্র ৬২ রানে হারিয়েছিল নিউজ়িল্যান্ড। সেই স্পিন অস্ত্রেই ভারতকে জবাব দিল নিউজ়িল্যান্ড। সাত উইকেট নিলেন নিউজ়িল্যান্ডের বাঁহাতি স্পিনার স্যান্টনার। মাত্র ৫৩ রান খরচ করে। এটাই তাঁর টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস। এমনকী, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটা তাঁর সেরা বোলিং।


নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৫৬ রানে। ১০৩ রানের বিরাট লিড নিল নিউজ়িল্যান্ড। এখান থেকে ম্য়াচ বাঁচানোর লড়াই রোহিত শর্মাদের।


আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার



নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত শর্মারা পুণেতে স্পিন সহায়ক পিচে কিউয়ি ব্যাটিংয়ের পরীক্ষা নিতে চেয়েছিল। কিন্তু নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল হল ভারত। স্পিন খেলার ব্যর্থতায় মাত্র ১৫৬ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থরা যেভাবে বোল্ড হলেন, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখবে। 



 

 

২৩ বছরের পুরনো এক স্মৃতিও ফেরাল ভারত। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৩৫৬ রানের লিড হজম করেছিল ভারত। পুণেতে ১০৩ রানের লিড হজম করতে হল রোহিত শর্মাদের। শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজে পরপর দুই ম্যাচে লিড হজম করার তিক্ত অভিজ্ঞতা ভারতের হয়েছিল ২০০১ সালে। স্টিভ ওয়র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৭৩ রানের ও ইডেনে ২৭৪ রানের লিড হজম করেছিল ভারত। তবে ইডেন টেস্ট থেকেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ভি ভি এস লক্ষ্মণ-রাহুল দ্রাবিড়ের সেই ঐতিহাসিক পার্টনারশিপে টেস্ট জয়। বাকিটা ইতিহাস।

 

পুণেতে কী সেরকম কিছু করতে পারবে ভারত?

 



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।