মুম্বই: বিশ্বকাপে (ODI World Cup 2023) ভারতের বিজয়রথ অব্যাহত। নাগাড়ে দশম ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল । পৌঁছে গিয়েছে ফাইনালে। বিশ্বকাপ থেকে আর মাত্র একধাপ দূরে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে দুরন্ত সেমিফাইনালে টিম ইন্ডিয়া ৭০ রানে হারায় নিউজ়িল্যান্ডকে (IND vs NZ)। ম্যাচের পর কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) মেনে নিচ্ছেন ভারতীয় দলের ওপর চাপ ছিলই। 


ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'আজ সেমিফাইনাল ম্যাচ ছিল। চাপ তো সব ম্যাচেই থাকে। তবে সেমিফাইনালে বাড়তি একটু চাপ থাকেই। তবে এই বিষয়ে আমরা বেশি ভাবনাচিন্তা করতে চাইনি। প্রথম নয় ম্যাচে যেমন খেলেছি, সেইভাবেই খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। ম্যাচের দ্বিতীয়ার্ধে জিনিসপত্র বেশ ভালভাবেই আমাদের পক্ষেই যায়।'


ম্যাচে ৩৯৭ রানের পুঁজি নিয়েও একসময় ডারিল মিচেল এবং কেন উইলিয়ামসনের অনবদ্য ব্যাটিংয়ে বেষ খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। দুরন্ত শতরান হাঁকান মিচেল, কেন করেন হাফসেঞ্চুরি। নিজের ঘরের মাঠ হাতের তালুর মতো চেনেন রোহিত। এই মাঠে যে কোনও রানই নিরাপদ নয়, সেই বিষয়ে কিন্তু ভারতীয় অধিনায়ক অবগত ছিলেনই। দলের ফিল্ডিং নিয়েও হতাশা প্রকাশ করেন রোহিত। ত  


'আমি এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। এই মাঠে রান যাই হোক না কেন, কোনও সময়েই ঢিলে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ম্যাচ গুটিয়ে ফেলতে হবে এবং গোটা ম্যাচ ধরে নিজেদের একাগ্রও থাকতে হয়। আমরা জানতাম কোনও না কোনও সময় চাপে পড়ব আমরা। আমাদের ফিল্ডিংয়ে বেশ কিছু বাজে মিস হয়েছে কিন্তু গোটা সময়টা আমরা মাথা ঠান্ডা রেখেছিলাম। খেলায় এগুলি অবশ্য হয়েই থাকে। তবে অবশেষে ম্যাচ জিততে পেরেছি এটাই আসল কথা' বলেন ভারতীয় অধিনায়ক।


মিচেল-উইলিয়ামসনের পার্টনারশিপের প্রশংসা করতে দ্বিধা করেননি রোহিত। পাশাপাশি শ্রেয়স কোহলিকেও প্রশংসায় ভরান তিনি। 'দলের প্রথম পাঁচ-ছয় জন ব্যাটার সকলেই ফর্মে আছে। সুযোগ পেলেই পারফর্ম করেছে সকলে। (শ্রেয়স) আইয়ার এই টুর্নামেন্টে আমাদের যেমন খেলছে, আমি খুবই সন্তুষ্ট। গিলও বেশ ভাল ব্যাট করেছে। দুর্ভাগ্যবশত ওকে ক্র্যাম্পের জেরে মাঠ ছাড়তে হয়। আর কোহলি সাধারণত যা করে থাকে, এই ম্যাচেও তাই করেছে। মাইলস্টোন সেঞ্চুরিটাও হাঁকিয়েছে।' বলেন রোহিত। 


১২ বছর পর বিশ্বকাপ জয় থেকে আর মাত্র একধাপ দূরে ভারতীয় দল। রোহিত অ্যান্ড কোম্পানি ১১-এ ১১ করে খেতাব ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কোন পরিকল্পনায় বল হাতে বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি?