মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার, ১৫ নভেম্বর বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে কোহলির ইতিহাসের পর বল হাতে ঝড় তোলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সাত সাতটি উইকেট নিয়ে কার্যত একাই নিউজ়িল্যান্ডের (IND vs NZ) ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন ভারতের তারকা ফাস্ট বোলার। অথচ এই বোলারই বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচে ভারতীয় একাদশে সুযোগই পাচ্ছিলেন না। সুযোগ পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ম্যাচে পারফর্ম করে নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। 


বিশ্বকাপের শুরু তো বটেই, এশিয়া কাপে তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি শামি। তবে চার ম্যাচ বাইরে বসার পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান শামি। একটা সুযোগের অপেক্ষাতেই তিনি ছিলেন। সুযোগ পেয়েই কিউয়িদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি। হন ম্যাচ সেরা। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও তিনি ম্যাচ সেরা হন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে শামি বলেন, 'আমি একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম। হালে খুব বেশি সাদা বলের ক্রিকেট তো খেলিনি আমি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আমার ফেরাটা শুরু হয়।' 


শামি জানান তিনি বল করার সময় খুব বেশি পরীক্ষা, নিরীক্ষার থেকে জিনিসপত্র সহজ সরল রাখাটাই পছন্দ করেন। 'আমরা তো বিকল্প বল থাকা, বোলিংয়ে সংমিশ্রণ থাকা নিয়ে প্রচুর কথা বলি। তবে আমি ব্যক্তিগতভাবে নতুন বলে ফুল লেংথের বল করে উইকেট নেওয়ার পরিকল্পনাতেই থাকি।' মত শামির। 


দীর্ঘদিন ধরে ভারতের ঘরে কোনও আইসিসি ট্রফি নেই। সেই নিয়ে টিম ইন্ডিয়াকে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি। তবে রবিবার সেই প্রতীক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এমন সুযোগ বারবার আসে না, তাই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে ভারতীয় দলের ক্রিকেটাররা বদ্ধপরিকর হয়েই মাঠে নেমেছিলেন বলে জানান শামি।


তিনি বলেন, 'এই অনুভূতিটা এককথায় দারুণ। বিগত দুই বিশ্বকাপে আমরা (সেমিফাইনালে) হেরে গিয়েছিলাম। এরপর আমরা কবে এমন সুযোগ পাব, বা আদৌ পাব কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তাই এই সুযোগটা আমরা কোনওভাবেই হাতছাড়া করত চাইনি। নিজের সবটা উজাড় করে দিতে বদ্ধপরিকর ছিলাম।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি