মুম্বই: বারো বছর আগের একটি দৃশ্য এখনও ওয়াংখেড়ের আনাচ-কানাচে ঘোরে। নুয়ান কুলশেখরার বলে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটের চাবুকে বল উড়ে যাচ্ছে গ্যালারিতে। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের জন্য ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) ঘরে তুলছে ভারত।
বুধবারের পর থেকে কি পাশাপাশি জায়গা করে নেবে আরও একটি দৃশ্য? মহম্মদ শামির (Mohammed Shami) বলে ডিপ স্কোয়্যার লেগে সূর্যকুমার যাদবের হাতে কেন উইলিয়ামসনের ধরা পড়ার দৃশ্য। তৃতীয় উইকেটে ১৮১ রানের পার্টনারশিপের ইতি। উইলিয়ামসন ও ডারিল মিচেলের যে জুটি ৩৯৭/৪ তোলা টিম ইন্ডিয়ার শিরদাঁড়া দিয়েও হিমশীতল স্রোত বইয়ে দিচ্ছিল। যে জুটি ভাঙলেন শামি। প্রায়শ্চিত্ত করলেন যেন। যশপ্রীত বুমরার বলে ৫২ রানে দাঁড়িয়ে থাকা উইলিয়ামসনের ক্যাচ মিড অনে ফেলে দিয়েছিলেন শামি। এক বল পরে টম ল্যাথামকেও ফিরিয়ে দিলেন শামি। নিউজ়িল্যান্ডের নাটকীয় জয়ের যে চিত্রনাট্য মাঠের এক কোণে তৈরি হচ্ছিল, তা যে আবর্জনার স্তুপে যাওয়া নিশ্চিত হয়ে গেল কিউয়ি ইনিংসের ৩৩তম ওভারেই।
ম্যাচের প্রথমার্ধ যদি হয় বিরাট কোহলি-শ্রেয়স আইয়ারদের, দ্বিতীয়ার্ধ শামিরই। এদিনের সেরা কিউয়ি ব্যাটার মিচেলের ঘাতকও ডানহাতি পেসারই। ১১৯ বলে ১৩৪ রান করে ফিরলেন মিচেল। নিউজ়িল্যান্ড ইনিংসও যেন ঢেকে গেল আঁধারে। ৭ উইকেট শামির। ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ২৩ উইকেট হয়ে গেল। অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পাকে পেরিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন শামিই। অনেকে তো এখনও বিশ্বাসই করতে পারছেন না যে, এই বোলারকে প্রথম চার ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল মাঠের বাইরে। সেই উপেক্ষা আর অপেক্ষা যে কী পরিমাণ বারুদ ঠেসে দিয়েছে শামির বুকে, তা প্রত্যেক ম্যাচেই টের পাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা।
৩৯৮ রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ড। ৭০ রানে কিউয়িদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল রোহিতের টিম ইন্ডিয়া। ১২ বছর পর ফের দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত।
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকাসনে চাঁদের হাট। ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি'সিলভা, মাধুরী দীক্ষিত, রণবীর কপূর, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র, ভিকি কৌশল, শাহিদ কপূর, জন আব্রাহাম, ডেভিড বেকহ্যাম, সচিন তেন্ডুলকর, মুকেশ ও নীতা অম্বানি, হার্দিক পাণ্ড্য, যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী। সোশ্যাল মিডিয়ায় মজা করে কেউ কেউ বললেন, বলিউডে কি লকডাউন হয়েছে? প্রায় গোটা বি ডাউন হাজির হয়ে গিয়েছে রোহিত শর্মাদের সমর্থনে গলা ফাটাতে।
আর সেই নক্ষত্র সমাবেশের সামনে ম্যাচের প্রথমার্ধে ছিল ভারতীয় ব্যাটারদের শাসন। শুরুটা করেছিলেন রোহিত। ২৯ বলে ৪৭ রানের বিস্ফোরণ ঘটিয়ে। ৬৬ বলে ৮০ রান করেন শুভমন গিল। সেঞ্চুরি কার্যত নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু পেশির টানে মাঠ ছাড়তে বাধ্য হন। তারপর শুধুই বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ারের তাণ্ডবের ছবি।
১১৩ বলে ১১৭ রান কোহলির। গড়লেন বিশ্বরেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি হয়ে গেল তাঁর। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির কীর্তি। তাও এমন এক দিনে, যেদিন দর্শকাসনে বসে সচিন স্বয়ং। ৭০ বলে ১০৫ রান শ্রেয়সের।
জবাবে ব্যাট করতে নেমে মাঝপথে খেই হারাল নিউজ়িল্যান্ড। ভারতের জয় যেন চার বছর আগের বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ। এই নিউজ়িল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ভারতকে। ওয়াংখেড়েতে জিতে কাপ-স্বপ্নের আরও কাছে পৌঁছে গেল ভারত।
এবার অপেক্ষা রবিবারের। আমদাবাদে কি বুধবার রাত থেকেই আতসবাজি জমানো শুরু হয়ে গেল?
আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন