ম্যাকায়: মাসের শেষেই রোহিত শর্মারা অজিভূমে পা রাখবেন। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই সিরিজ়ের আগে কিন্তু অভিমন্যুরা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। অবশ্য টিম ইন্ডিয়া নয়, ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে (IND A vs AUS A) খেলছেন তাঁরা। সেই ম্যাচেরই প্রথম ইনিংসে ব্যাট হাতে অভিমন্যু নজর কাড়তে না পারলেও, বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমার (Mukesh Kumar) অনবদ্য বোলিংয়ে নিজেকে চেনালেন।


ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানেই শেষ হয়েছিল ভারতীয় 'এ' দলের ইনিংস। এই ম্যাচে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়া 'এ' দলকে প্রথম ইনিংসে যত অল্প রানে সম্ভব আটকাতে হত। সেটা করতে সক্ষম হল 'এ' দল। সৌজন্যে অবশ্যই মুকেশ কুমার। মুকেশের ঝাঁঝালো বোলিংয়ে মাত্র ১৯৫ রানেই শেষ হয়ে অজ়ি ইনিংস। ছয়টি উইকেট নেন বাংলার বোলার।


আজ দিনের শুরুটা চার উইকেটের বিনিময়ে ৯৯ রান থেকে করেছিল অস্ট্রেলিয়া 'এ'। কুপার কনোলিকে ৩৭ রানে ফিরিয়ে অজ়ি ইনিংসে ভাঙনের শুরুটা কিন্তু মুকেশই করেন। ভাঙে কনোলি ও ন্যাথান ম্যাকসোয়ানির ৫১ রানের পার্টনারশিপ। এরপরে নির্দিষ্ট সময় অন্তর উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণের দাপটে অজ়ি ব্যাটাররা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। টড মার্ফি অজ়িদের হয়ে বেশ খানিকটা লড়াই করেন বটে। তাঁর ৩৩ রানের সুবাদেই অস্ট্রেলিয়া 'এ' দল দু'শো রানের গণ্ডিক কাছাকাছি পৌঁছতে পারে। মার্ফির সংগ্রহ ৩৩ রান। 


৮৮ রানের লিড নিতে সক্ষম হয় অস্ট্রেলিয়া 'এ'। এইটা বেশ ঠিকঠাক লিড হলেও, ভাল ব্যাটিং করলে এই লিড পার করা অসম্ভব কিছুই নয়। এবার দেখার ভারতীয় 'এ' দল কেমন ব্যাটিং করে। বিশেষ নজর থাকবে অভিমন্যু ঈশ্বরণের দিকে। তিনি নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রধান দলে সুযোগও পেয়েছেন বাংলার তারকা ক্রিকেটার। এই ম্যাচে ভাল পারফরম্যান্স কিন্তু জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার দাবি আরও জোরাল করব।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এক বছরেই বেতন বাড়ল ২২৬৩ শতাংশ, কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কু সিংহের স্বপ্নের সফর অব্যাহত