আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একপেশেভাবে পাকিস্তানকে হারিয়ে (IND vs PAK)) চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মাত্র ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করার পর রোহিত শর্মার ব্যাটিং দৌরাত্ম্যে ১১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত। তবে ম্যাচের সেরা নির্বাচিত হলেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।


নতুন বল হাতে বুমরা বেশ কৃপণ বোলিং করেন। পরের দিকে বলে এসে তিনি প্রথমে সেট মহম্মদ রিজওয়ানকে মন্থর গতির বলে বোকা বানিয়ে ৪৯ রানে বোল্ড করেন। তারপর শাদাব খানকেও বোল্ড করে দুই রানে সাজঘরে ফেরান। ম্যাচে সাত ওভারে বুমরা ১৯ রান খরচ করে এই দুই উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন। উইকেট চরিত্র দ্রুত বুঝতে পারাই রিজওয়ানের উইকেট নিতে তাঁকে সাহায্য করেছে বলে মনে করছেন বুমরা। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা যত দ্রুত সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। সেইজন্যই আমরা থ্রি-কোয়ার্টার লেংথে বল করার চেষ্টা করছিলাম। পাক ব্যাটারদের চাপে ফেলাটাই আমাদের লক্ষ্য ছিল। উইকেটের চরিত্রটা বুঝতে পারলে না না পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকে। মিডল ওভারে জাডেজার বল হালকা ঘুরছিল। আমি স্পিনারদের মতো করেই মন্থর গতির বলটা করার চেষ্টা করি। আজকে সাফল্য পেয়েছি।' 


 






দুরন্ত রিভার্স স্যুইংয়ে শাদাব খানকে আউট করেন বুমরা। তাঁর সেই বল থেকে ওয়াকার ইউনিসও প্রশংসা করতে কুণ্ঠা করেননি। সেই প্রসঙ্গে বুমরা বলেন, 'অল্প খানিকক্ষণের জন্য বল রিভার্স স্যুইং করছিল। এখন তো সীমিত ওভারের ক্রিকেটে তেমন রিভার্স স্যুইং দেখাই যায় না। আমি ওঁকে (ওয়াকার ইউনিস) এবং ওয়াসিম আক্রমকে বছরের পর বছর কিছু অসামান্য বল করতে দেখেছি। তাই ওঁর প্রশংসা পাওয়াটা আমার কাছে বিশেষ তৎপর্যপূর্ণ।' বুমরা আরও যোগ করেন, 'অল্পবয়সে আমি কিন্তু সিনিয়ারদের প্রচুর প্রশ্ন করতাম। ওদের বিরক্ত করতাম। সেই কৌতূহলই বর্তমানে আমায় সাহায্য করে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাতছাড়া করেও বিশ্বরেকর্ড গড়লেন রোহিত