আমদাবাদ: শনিবার, ১৪ অক্টোবর হিটম্যান-শোর সাক্ষী হয়ে থাকলেন ক্রিকেটপ্রেমী। আজ বিশ্বকাপের (ODI World Cup 2023) মহাদ্বৈরথে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই ধুঁয়াধার ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 


বিশ্বকাপের গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক শতরান করা ব্যাটারের রেকর্ড নিজের নামে করেছিলেন রোহিত। ক্রিস গেলকে পিছনে ফেলে সর্বাধিক ছক্কা হাঁকানের রেকর্ডও গড়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফের একবার অনবদ্য ফর্মে দেখায় রোহিতকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে ১৯২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ভারত। নিজের ধুঁয়াধার ব্যাটিংয়ে পাক বোলিংকে নাস্তানাবুদ করলেন রোহিত।


চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাত্র ৩৬ বলেই এদিন নিজের কেরিয়ারের ৫৩তম ওয়ান ডে অর্ধশতরান হাঁকান রোহিত। দ্রুতই নাগাড়ে দ্বিতীয় শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। গত বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন 'হিটম্যান' (Hitman)। সমর্থকরা আশা করছিলেন এবারও তেমনটাই হবে। বিশ্বকাপের মেগা মঞ্চে অষ্টম শতরান আসবে রোহিতের ব্যাট থেকে। তবে তেমনটা হয়নি।


৬৩ বলে ৮৬ রান করেই সাজঘরে ফিরতে হয় রোহিতকে। ১৩৬.৫০ স্ট্রাইক রেটে খেলা তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও সমসংখ্যক ছক্কায়। শাহিন আফ্রিদির বলে পড়তে না পেরেই আউট হতে হয় রোহিতকে। তাঁর ব্যাটের একেবারে কাণায় বল লেগে তা মিড উইকেটে দাঁড়ানো ইফতিকার আমেদের কাছে পৌঁছে যায়। সহজ ক্যাচ মিস করেননি ইফতিকার। হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় রোহিতকে। অবশ্য এদিন শতরান হাতছাড়া করলেও, অবশ্য এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত।   


ভারতীয় অধিনায়কের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর গণ্ডি পার করার জন্য এই ম্যাচে তিনটি ছক্কার প্রয়োজন ছিল। তিনি সহজেই সেই গণ্ডি পার করলেন। তাঁর দখলে বর্তমানে ৩০৩ টি ওয়ান ডে ছক্কা মারার কৃতিত্ব রয়েছে। ওয়ান ডেতে আর কোনও ভারতীয় ব্যাটার ৩০০টি ছয়ের গণ্ডি পার করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসাবেও ২৪৬টি ইনিংসে ৩০০টি ছক্কা মারলেন রোহিত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে অরিজিৎ-সুনীধির পারফরম্যান্স মিস করেছেন? এখানে দেখে নিন