নিউ ইয়র্ক: শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। রমরমিয়ে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুুঞ্জে চলছে মেগা টুর্নামেন্টের। তবে টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে এখনও দিন পাঁচেক বাকি। ৯ তারিখ নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK) একের অপরের বিরুদ্ধে মাঠে নামছে। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। এই হাইভোল্টেজ ম্য়াচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করলেন নাসাউ প্রদেশের এগজিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান।


দিনকয়েক আগেই মেগা ডুয়েলে এক জঙ্গি সংগঠনের তরফে নাশকতার হুমকি দেওয়া হয়েছিল। সেই নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন। ব্ল্যাকম্যান নিশ্চিত করলেন যে ম্যাচের নিরাপত্তা নিয়ে কোনওররকম কোনও আশঙ্কা নেই। আর যদি কোনওরকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরিও হয়, সেই পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত নাসাউ কর্তৃপক্ষ। 


ব্ল্যাকম্যান সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা জানি ওই ম্যাচটা বিশ্বের সবথেকে বড় ম্যাচ। সেই কথা মাথায় রেখেই আমরা নিজেদের প্রস্তুত করছি। ওইদিন বাড়তি নিরাপত্তা থাকবে। আমাদের নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ রয়েছে, ওরাই সব বড় বড় ইভেন্ট সামলায়। এছাড়া নিউ ইয়র্ক স্টেট পুলিশ, স্টেট পার্ক পুলিশ, ভলিন্টিয়ার ফায়ারফাইটাররা রয়েছেন, আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। যাই হোক, সেই পরিস্থিতি সামাল দিতে আমরা তৈরি এবং আমি নিশ্চিত যে কিছু হবে না, যদি হয়ও আমি আত্মবিশ্বাসী যে আমরা সবভাবে প্রস্তুত।'


আইসিসির এক মুখপাত্র কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এক আইসিসি মুখপাত্র জানান, 'মেগা ইভেন্টে সকলের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রাধান্য এবং তার জন্য আমাদের কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত রয়েছে। আমরা আয়োজক দেশগুলির সঙ্গে সবসময়ই এই বিষয়ে কথাবার্তা বলি এবং সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করি যাতে আপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হলে আমরা সেটাকে সামাল দিতে পারি।'


কড়া নিরাপত্তা রয়েছে এবার তাই ম্যাচ শুরুর অপেক্ষা। দুই বছর আগে মেলবোর্নের মতো নিউ ইয়র্কেও কি ভারত-পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই হবে? সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতীয় কোচের পদে কি পুনরায় আবেদন করবেন? নিজের ভবিষ্যৎ জল্পনা নিয়ে মুখ খুললেন দ্রাবিড়