নিউ ইয়র্ক: ভারতীয় পুরুষ দলের কোচ (Indian Cricket Team Coach) কে হবেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শেষেই কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ শেষ হতে চলেছে। তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছে। এবার নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং দ্রাবিড়।


ভারতের বর্তমান কোচ বলেন তিনি টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার দায়িত্ব উপভোগই করেন, 'আমি ভারতীয় কোচ হিসাবে নিজের সময়টা দারুণভাবে উপভোগ করেছি এবং এই কোচিং করার দায়িত্বটা সত্যিই আর পাঁচটা সাধারণ কাজের থেকে ভিন্ন। আমি এই কাজটা দারুণ উপভোগ করেছি এবং এই দলের সকলের সঙ্গে কাজ করাটা খুবই সৌভাগ্যের।' তবে তিনি যে আর ভারতীয় কোচের ভূমিকায় আবেদন করবেন না, সেটাও স্পষ্ট জানিয়ে দেন দ্রাবিড়। ' বর্তমানের সূচি যেমন এবং আমি নিজের জীবনে যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না আমি আবার পুনরায় আবেদন করতে পারব। সুতরাং, এটাই আমার শেষ কাজ।' বলেন বর্তমান টিম ইন্ডিয়া কোচ।


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই টিম ইন্ডিয়ার হেড কোচের সফর শেষ হচ্ছে। কিন্তু দ্রাবিড় আবেগে ভাসতে নারাজ। শেষ টুর্নামেন্ট বলে যে বাড়তি আবেগ কাজ করবে, তেমনটা তাঁর ক্ষেত্রে কিন্তু নয়। টিম ইন্ডিয়ার হেডস্য়ার বলেন, 'প্রতিটা টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ। আমি ভারতীয় দলের হয়ে যে কয়টি টুর্নামেন্টে কোচিং করিয়েছি, যে কয়টা ম্য়াচ আমরা খেলেছি, সবকয়টাই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তাই আমার জন্য শেষ টুর্নামেন্ট হিসাবে এটায় দায়িত্ব নিচ্ছি বলে এটা আলাদা কিছু হবে, তেমনটা নয়।'


আসন্ন বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে রোহিতের সঙ্গে যশস্বীকে ওপেন করতে দেখা যায়নি। বিরাট কোহলি ম্যাচটি খেলেইনি। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে কারা ওপেন করবেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েইছে। দ্রাবিড় এখনই রহস্যভেদ করতে নারাজ। তিনি জানান, 'আমাদের দলে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল রয়েছে। বিরাট কোহলিও ওপেন করতে পারে। আইপিএলে তো ওপেনই করেছিল। তাই সবকিছুই সম্ভব। আগেভাগেই কিছু বলা যাবে না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ও খুব ভাল বিকল্প... ভারতীয় কোচের দৌড়ে থাকা কার হয়ে ব্যাট ধরলেন সৌরভ?