কলম্বো: রবিবারে মহাদ্বৈরথ। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনায় ফুটছে দুই দেশের সমর্থকরাই। তার আগে অনুশীলনে জমিয়ে কসরত করলেন বিরাট কোহলি (Virat Kohli)। আর অনুশীলনের মাঝেই উপহার পেয়ে গেলেন একটি ব্যাট। তাও যে সে ব্যাট নয়, রুপোর ব্যাট।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে স্বাভাবিকভাবেই প্রচুর শ্রীলঙ্কান নেট বোলার উপস্থিত ছিলেন। সেই তরুণদের সঙ্গে কথা বলতে, তাঁদের পরামর্শ দিতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তাঁদের মধ্যেই একজন কোহলিকে একটি রুপোর ব্যাট উপহার হিসাবে দিয়েছেন যার মধ্যে কোহলির এখনও পর্যন্ত করা সমস্ত শতরানগুলি খোদাই করা রয়েছে। সেই নেট বোলারের নাম চন্দ্রমোহন কৃষান্ত।
বাকি নেট বোলারদের মতো তিনিও ভারতীয় দলের পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুতিতে মদত করতেই এসেছিলেন। তবে নেট বোলারের পাশাপাশি তিনি বিরাট ভক্তও। তাই নিজের প্রিয় ক্রিকেটারকে সামনে পেয়ে সেই সুযোগ হাতছাড়া করেননি চন্দ্রমোহন। কোহলিকে তাঁর ৭৬টি আন্তর্জাতিক শতরানের তথ্য খোদাই করা একটি ব্যাটই উপহার দিয়ে বসেন। অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও কোহলির সঙ্গে তিনি দেখা করেছেন বলে জানাচ্ছেন চন্দ্রমোহন।
২০১৭ সালে 'কিং কোহলি'র সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন বলে জানান তিনি। সেই নেট বোলার এই প্রসঙ্গে এএনআইকে জানান, 'আমি বিরাট কোহলির বড় ভক্ত। ২০১৭ সালে শেষবার নেট অনুশীলনে ওঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। এটা আমার তরফে ওঁর জন্য ছোট্ট একটা উপহার মাত্র। ব্যাটে ওঁ যতগুলি শতরান করেছে এখনও পর্যন্ত, সেই সবকয়টি রয়েছে। এই ব্যাটটি খোদাই করে তৈরি করতে আমার তিন মাস সময় লেগেছে।'
তাঁর উপহার দেওয়া ব্যাটে লেখা, 'হাই চ্যাম্প। আমি আন্তর্জাতিক ক্রিকেটে আপনার ১০০তম শতরান দেখতে অধীর আগ্রহে রয়েছি। আশা করছি আপনি ভবিষ্যতে সেই কৃতিত্ব গড়তে পারবেন। আর এই উপহারটাও আপনার পছন্দ হবে বলেই আমার আশা। অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় চ্যাম্প।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে বাড়তি পেসার, কারা খেলবেন, আগাম ঘোষণা করে দিল পাকিস্তান