সেঞ্চুরিয়ন: বিদেশের মাটিতে প্রথম টেস্টের প্রথম সেশন সবসময়ই বেশ চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA 1st Test) সেঞ্চুরিয়নে প্রথম ঘণ্টায় তা হাতেনাতে টের পেল ভারতীয় দল। তবে সময় গড়াতে শুরুর ধাক্কা সামলে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এক সময় যেখানে ২৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল, সেখানে শ্রেয়স ও কোহলির ৬৭ রানের চতুর্থ উইকেটে ভর করে তিন উইকেটের বিনিময়ে ৯১ রান তুলে প্রথম সেশন শেষ করল ভারতীয় দল


প্রথম টেস্ট ম্যাচের সিংহভাগ দিনেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে বলে আগেভাগেই জানানো হয়েছিল। ম্যাচের প্রথম দিনে তো বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এদিন ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা না গেলেও, মাত্র আধ ঘণ্টা সময় নষ্ট হয়। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয় ভারত। মেঘলা আকাশ ফাস্ট বোলিং সহায়ক হবে, এই আশাতেই প্রথম বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।


ম্যাচে ভারতীয় দলের একাদশ কেমন হতে পারে, সেই নিয়ে জল্পনা ছিলই। শেষমেশ চার ফাস্ট বোলার এবং একজন স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোটের কবলে থাকা মহম্মদ শামির বদলে নিজের টেস্ট অভিষেক ঘটানোর সুযোগ পান প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচের দিন সকালে রবীন্দ্র জাডেজা ব্যাক স্প্যাজ়মে ভোগায় দলের একমাত্র স্পিনার হিসাবে খেলার সুযোগ পান আর অশ্বিন। 


এদিন মেঘলা আকাশে ভারতীয় ওপেনাররা দেখেশুনে শুরুটা করলেও, রোহিত শর্মা নিজের পছন্দের পুল শট মারতে গিয়ে পাঁচ রানে আউট হন। ১৩ রানে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। যশস্বী বেশ কয়েকটা সুন্দর শট খেলে ১৭ রানে সাজঘরে ফেরেন। তবে সবচেয়ে হতাশাজনকভাবে লেগ সাইডের বলে খোঁচা দিয়ে মাত্র দুই রানে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে। টিম ইন্ডিয়ার হয়ে আপাতত বিরাট কোহলি ৩৩ ও শ্রেয়স আইয়ার ৩১ রানে ব্যাট করছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম সেশনে দুই নিজের অভিষেক ম্যাচ খেলা নান্দ্রে বার্গার। কাগিসো রাবাডা অপর সাফল্য়টি পেয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ব্যাটে শান্তির বার্তা দিতেও মানা! আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক অজ়ি তারকা উসমান খাওয়াজা?