রায়পুর: রাঁচিতে শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে টানটান লড়াই। শেষমেশ ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার পড়শি রাজ্যের রায়পুরে সিরিজ় পকেটে পুরে নেওয়ার হাতছানি কেএল রাহুলদের সামনে।

Continues below advertisement

বুধবার, ৩ ডিসেম্বর দিনরাতের এই ম্য়াচের আগে ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই শহরে পৌঁছে গিয়েছে। শহীদ বীরনারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্য়াচ। এই স্টেডিয়ামে খুব বেশি আন্তর্জাতিক ম্য়াচ খেলাই হয়নি। ভারতীয় দল এখানে কেবল একটিমাত্র ম্যাচই খেলা হয়েছিল। সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে মাত্র ১০৮ রানে অল আউট করে দিয়ে ভারত ২০ ওভারের মধ্যেই আট উইকেট হাতে রেখে জয় পেয়েছিল।

এছাড়া এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচেও ২০ রানে জয় পায় ভারতীয় দল। এবার দেখার পালা ভারত এই মাঠে তিনে তিন করতে পারে কি না। এই মাঠের পিচ কিন্তু সম্পূর্ণভাবে ব্যাটিং সহায়ক নয় বরং বেশ ভারসাম্যযুক্ত। পিচ থেকে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়েই বেশ খানিকটা মদত পায়। তাই বুধবার এক টানটান ব্যাট বলের লড়াই দেখার সম্ভাবনা প্রবল।   

Continues below advertisement

এই ম্যাচে ভারতীয় দল নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙবে কি না, সেইদিকে অনেকেরই নজর থাকবে। বদল হলেও একাদশে একটিমাত্র বদলই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন সুন্দরের বদলে রায়পুরে ভারতীয় দলে ঋষভ পন্থের কামব্যাক হলেও হতে পারে। তবে সেটা সময়ই বলবে। বুধবার সিরিজ় জয়ের লক্ষ্যেই দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামবেন বিরাটসহ গোটা ভারতীয় দল। তার আগে রায়পুরে পৌঁছে গেলেন কোহলি, রাহুল, রোহিতরা। 

 

সেখানে হোটেলে পৌঁছতেই কোহলিকে ঘিরে যে উন্মাদনা দেখা গেল, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ৩৭ বছর বয়সি মহাতারকা ক্রিকেটার হোটেলে ঢুকতেই একঝাঁক মানুষ তাঁকে ঘিরে ধরে। তবে তারা প্রাপ্ত বয়স্ক নয়, তারা হল একদল কচিকাচা। সকলের হাতেই ছিল লাল গোলাপ। কোহলিকে কার্যত ঘিরে ধরে সকলেই সেই লাল গোলাপ তাঁর হাতে তুলে দেন। কচিকাচাদের এই ভালবাসা যে কোহলিকে কতটা আনন্দিত করেছে. তা তাঁর হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়।