কেপ টাউন: দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকাকে (IND vs SA 2nd Test) মাত্র ৫৫ রানেই গুটিয়ে দেওয়ার পর ভারতীয় দল ব্যাট হাতে শুরুটা খুব একটা আহামরি করেনি। তবে দ্বিতীয় সেশন শেষে আপাতত ৫৬ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল (Shubman Gill) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। 


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মা দারুণ মেজাজে ব্যাটিং করা শুরু করলেও, আরেক ওপেনার যশস্বীর ক্ষেত্রে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। শূন্য রানেই কাগিসো রাবাডার বলে ফিরতে হয় যশস্বী জয়সওয়ালকে। তবে জয়সওয়াল যে বলে আউট হন, সেই বলের বিরুদ্ধে তাঁর করার তেমন কিছু ছিল না। পিচ থেকে অতিরিক্ত বাউন্সের জেরেই নাজেহাল হয়ে সাজঘরে ফিরতে হয় জয়সওয়ালকে। কিন্তু রোহিত নিজের আগ্রাসী ছন্দে ব্যাটিং চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন গিল।


গিল প্রথমে খানিকটা দেখেশুনে নিজের ইনিংস শুরু করলেও, তিনিও সেট হয়ে ব্যাট চালানো শুরু করেন। দুইজনে দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। রোহিত রাবাডার বলে একবার জীবনদানও পান। ডিআরএসের সাহায্যে আম্পায়ারের সিদ্ধান্ত বদল হয়। তার খুব একটা লাভ অবশ্য তুলতে পারেননি রোহিত। সেই বাঁ-হাতি নান্দ্রে বার্গারের বলে আউট হন তিনি। এরপর গিল ও কোহলি ভারতের ইনিংসকে শতরানের গণ্ডি পার করান।


 






তবে দ্বিতীয় সেশনের শেষবেলায় দুই উইকেট হারায় ভারত। গিল ও শ্রেয়স আইয়ার, উভয় ব্যাটারকেই আউট করেন বার্গার। আইয়ার খাতা খুলতে পারেননি। দ্বিতীয় সেশন শেষে ভারতের স্কোর ১১১/৪। ভারতের হয়ে রোহিত ৩৯ ও গিল ৩৬ রানের ইনিংস খেলেন। কোহলি বর্তমানে ২০ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দলের এই সেশনে রান রেট ৪.৬। আপাত অর্থে চার উইকেটের বিনিময়ে ১১১ রান খুব একটা আহামরি স্কোর না হলেও, এই পিচে বিশেষ করে প্রোটিয়াদের ৫৫ রানে অল আউট করার পর এই লিডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: কামিন্সের পাঁচ শিকার, রিজওয়ান, জামালের দুরন্ত অর্ধশতরান, প্রথম ইনিংসে ৩১৩ তুলে নিল পাকিস্তান