মুম্বই: আজ থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে সুযোগ না পেলেও দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে (IND vs SL ODI) জাতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চার মাস চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকার পর ফের একবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত তারকা বোলার।


এনসিএ-র সার্টিফিকেট


গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় দলের তারকা বোলার চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তিনি পিঠের চোটের কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বর্তমানে ফিট বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরফে বুমরাকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপরেই জাতীয় দলের নির্বাচকরা আর সময় নষ্ট না করে বুমরাকে দলে ফেরালেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও, ওয়ান ডে সিরিজে বুমরার জাতীয় দলে ফেরার কথা আজই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়। বুমরা শীঘ্রই ওয়ান ডে সিরিজের আগে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন।


 






 


নতুন স্পনসর


আজ থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। তার আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা। 


উল্লেখ্য, নাইকি ছিল এর আগে কিট স্পনসর ভারতীয় দলের। কিন্তু ২০২০ সালে নভেম্বরে এই আমেরিকান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে সরিয়ে এমপিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় ক্রিকেট। ফ্যান্টাসি গেম সংস্থা হলেও ক্রীড়া সরঞ্জাম তৈরির দুনিয়ায় পা রাখতে চেয়েছিল এমপিএল। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি হয়ে থাকলেও গত বছরের ডিসেম্বরেই সরে যেতে চেয়েছিল এই সংস্থা। শেষ পর্যন্ত তারা সরেই গেল।


আরও পড়ুন: 'ঋষভ পন্থের জন্য প্রার্থনা করুন', ভারতীয় তারকার আরোগ্য কামনা করে পোস্ট উর্বর্শীর মায়ের