ত্রিনিদাদ: প্রথম ওয়ান টি-টোয়েন্টিতে (India vs West Indies 1st T20) ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই।
১৫০ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। ভারতের দুই ওপেনার শুভমন গিল এবং ঈশান কিষাণ একেবারেই মন্থর গতিতে ব্যাটিং করা শুরু করে। রানের গতি বাড়াতে গিয়েই আকিল হোসেনের বলে তিন রানে স্টাম্প আউট হন শুভমন গিল। আরেক ওপেনার ঈশানও মাত্র ছয় রানে সাজঘরে ফেরেন। ২৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতের হয়ে পাল্টা লড়াই শুরু করেন সূর্যকুমার যাদব ও এই ম্যাচেই নিজের অভিষেক ঘটানো তিলক ভার্মা। ছক্কা হাঁকিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন তিলক। সপ্তম ওভারে ৫০ রানে গণ্ডি পার করে ভারত।
তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলক ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ২১ রানে সূর্যকে আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন জেসন হোল্ডার। ম্যাচের ১১তম ওভারে তিলকও ২২ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তবে তখনও ক্রিজে হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসনের মতো ব্যাটাররা ছিলেন। তাই ভারত জয়ের আশায় ছিল। ১৫তম ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলে টিম ইন্ডিয়া। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১৬তম ওভারে। প্রথমে ১৯ রানে হার্দিককে সাজঘরে ফেরান হোল্ডার। পরে একই ওভারে ১২ রানে রান আউট হন স্যামসন।
অক্ষর পটেল ভারতের হয়ে খানিকটা লড়াই করেন। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেন তিনি। অর্শদীপ সিংহও সাত বলে ১২ রান করেন। তবে নিরন্তর উইকেট হারিয়ে ভারত আর জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নির্ধারিত চার ওভারে ১৯ রান খরচ করে দুই উইকেট নেওয়া হোল্ডারই সফলতম বোলার। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে বড় ক্ষতি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের, লাভবান ভারত-পাকিস্তান