ত্রিনিদাদ: ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (IND vs WI 1st T20) ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। ক্যারিবিয়ানদের হয়ে অধিনায়ক রোভম্যান পাওয়েল (Rovman Powell) সর্বাধিক ৪৮ রান করেন। ৪১ রান করেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। বল হাতে ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও অর্শদীপ সিংহ (Arshdeep Singh) দুইটি করে উইকেট নেন।


এদিন টস জিতে পূর্বাভাস মতোই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। ক্যারিবিয়ান সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের টেস্ট এবং ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন মুকেশ কুমার। এই ম্য়াচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকও ঘটালেন বাংলার হয়ে খেলা ফাস্ট বোলার। তবে তিনি একা নন, এই ম্যাচেই প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামেন আইপিএল মাতানো তরুণ ব্যাটার তিলক ভার্মাও।


প্রথমে বল করতে নেমে ভারতের হয়ে পঞ্চম ওভারে জোড়া সাফল্য এনে দেন চাহাল। তিনিই দুই বলের ব্যবধানে এলবিডব্লুতে দুই ওপেনার কাইল মায়ার্স (১) এবং ব্র্যান্ডন কিংকে (২৮) সাজঘরে ফেরত পাঠান। তিনে নামা জনসন চার্লসও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। 'কুলচা' জুটির অপরজন, অর্থাৎ কুলদীপ যাদব তাঁকে ৩ রানে সাজঘরে ফেরত পাঠান। বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরেন তিলক। তবে তৃতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের হাল ধরেন পুরান ও পাওয়েল।


দুইজনে চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেন। শুরু থেকে আগ্রাসী ছন্দে ব্যাট করেন পুরান। তিনি চার ও ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংসের শুরুটা করেন। দুই তারকা ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ভারতকে ম্যাচে ফেরান অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ৩৪ বলে ৪১ রান করা পুরানকে তিনিই সাজঘরে ফেরান। পুরান আউট হওয়ার পর পাওয়েল দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। শিমরন হেটমায়ারও তাঁকে সঙ্গ দিচ্ছিলেন। পাওয়েল অর্শদীপের বিরুদ্ধে এক ওভারে ১৩ রান তোলেন।


তবে বাঁ-হাতি ফাস্ট বোলারও দুরন্তভাবে কামব্যাক করে ম্যাচের ১৯তম ওভারে পাওয়েল এবং হেটমায়ার উভয়কেই সাজঘরে ফেরান। পাওয়েল ৩২ বলে ৪৮ ও হেটমায়ার ১০ রান করেন। হোল্ডার ও শেপার্ড শেষের দিকে বড় শট মারতে ব্যর্থ হন। ১৫০ রানের গণ্ডি পার করার ঠিক আগেই থামে ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বুমরা বল হাতে আগের মতোই ভয়ঙ্কর, বলছেন প্রত্যাবর্তনের লড়াইয়ের সঙ্গী