ত্রিনিদাদ: ক্যারিবিয়ান সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের টেস্ট এবং ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। এবার টি-টোয়েন্টিতেও অভিষেক ঘটাচ্ছেন তিনি। অপরদিকে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 1st T20I) টিম ইন্ডিয়া র হয়ে অভিষেক ঘটাচ্ছেন তিলক ভার্মা (Tilak Varma)।


বিসিসিআইয়ের তরফে টসের আগেই তিলক এবং মুকেশের অভিষেক ঘটানোর কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে বিসিসিআইয়ের তরফে লেখা হয়, 'টিম ইন্ডিয়ার তরফে আজ দুইজন অভিষেক ঘটাচ্ছেন। তিলক ভার্মা এবং মুকেশ কুমার আজ ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটাচ্ছেন। ভাল পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা রইল।'


 






তিলক আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক ঘটানোর পর থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন। তাঁর টি-টোয়েন্টি রেকর্ডও বেশ ভাল। বাঁ-হাতি এই ব্যাটার ৪৭টি বিশ ওভারের ম্যাচে ৩৭.৩১ গড়ে ও ১৪২-র অধিক স্ট্রাইক রেটে ১৪১৮ রান করেছেন। অপরদিকে, টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের একাধিক তারকা বোলার অনুপস্থিত। যশপ্রীত বুমরা আয়ারল্যান্ড সিরিজে দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরবেন। মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের দেওয়া হয়েছে বিশ্রাম। এই সুযোগে মুকেশ কুমার জাতীয় দলের জার্সি গায়ে নিজের টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়ে ফেললেন।


বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মুকেশ ৩৩টি বিশ ওভারের ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাঁকে কিনেছিল। তাঁদের হয়ে মুকেশ ১০ ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন। টেস্ট এবং ওয়ান ডে অভিষেকে বেশ ভালই পারফর্ম করেছিলেন মুকেশ। এবার তাঁর সামনে টি-টোয়েন্টিতেও বল হাতে পারফর্ম করার সুযোগ রয়েছে। তিনি প্রথম ইনিংসে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। তাই প্রথমে টিম ইন্ডিয়াকে বোলিং করতে দেখা যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ওয়ান ডে ম্যাচ খেলার ফিটনেসই নেই? বিশ্বকাপের আগে রাহুল, শ্রেয়স ভারতের চিন্তা বাড়াচ্ছেন