নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শেষ। এবার ভারতীয় দলকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE T20I) নিজেদের পরবর্তী সিরিজ খেলতে দেখা যাবে। ১৮ তারিখ থেকে শুরু হবে সেই সিরিজ। তার আগে আজ, ১৫ অগাস্টই দেশ ছাড়ল টিম ইন্ডিয়া (Team India)।
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজে খেলা সিংহভাগ ক্রিকেটাররা আইরিশদের বিরুদ্ধে সিরিজে নেই। একেবারেই তরুণ এক দলকে খেলতে দেখা যাবে আইরিশদের বিরুদ্ধে। সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপ। খেলোয়াড়দের খানিকটা বিশ্রাম দিতে এবং তাঁদের ওয়ার্কলোড ম্যানেজ করার উদ্দেশ্যেই দ্বিতীয় সারির এক ভারতীয় দলকে এই সিরিজের জন্য বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দিতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। সেই সিরিজের জন্য বিমানে রওনা দিলেন বুমরারা। বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'আয়ারল্যান্ড, আমরা আসছি।'
তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সিরিজে একজনের জন্যই আরও বেশি করে নজর রাখবেন। তিনি যশপ্রীত বুমরা। দীর্ঘ সময় ধরে তিনি পিঠের চোটে ভুগছিলেন। গত বছরের অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে আর কোনও ম্যাচই খেলেননি তিনি। পিঠের চোটে ভুগছিলেন তিনি। চোট থেকে রেহাই পেতে অস্ত্রোপ্রচারও করাতে হয় তাঁকে। তারপর দীর্ঘদিনের রিহ্যাব প্রক্রিয়া। সেই রিহ্যাব সম্পূর্ণ করে অবশেষে এই আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা।
আর মাস দু'য়কে পরেই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। বিশ্বকাপে ভারতীয় দলকে ভাল পারফর্ম করতে হলে বুমরার ছন্দে থাকাটা ভীষণই প্রয়োজনীয়। তাঁর ম্যাচ ফিটনেসও প্রয়োজনীয়। সেই ফিটনেস পরীক্ষা করার জন্যই আরও বেশি করে আয়ারল্যান্ড সিরিজে নজর রাখবেন সকল ভারতীয় সমর্থক এমনকী নির্বাচকরাও।
বুমরার পাশাপাশি আরেক তারকা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণও দীর্ঘ সময় পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। তাঁর দিকেও নজর থাকবে সকলের। আর এই সিরিজে ভারতীয় দলে আইপিএলে নিজের অসামান্য পারফরম্যান্সে সকলের মন জিতে নেওয়া রিঙ্কু সিংহও রয়েছেন। তাঁর সামনে আন্তর্জাতিক অভিষেক ঘটানোর সুযোগ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ব্যাটারদের স্বর্গরাজ্য, প্রথমবার বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অপেক্ষায় এই স্টেডিয়াম