পারথ: অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে যাওয়ার থেকে আর মাত্র দুই বল দূরে ভারতীয় দল। ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে পড়ল তিন উইকেট। দুই সেট ব্যাটার ট্র্যাভিস হেড (Travis Head) ও মিচেল মার্শই (Mitchell Marsh) আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার শেষ আশা অ্যালেক্স ক্যারি ক্রিজে উপস্থিত রয়েছেন। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর আট উইকেটের বিনিময়ে ২২৭ রান।


প্রথম সেশন থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন ট্র্যাভিস হেড। ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অতীতে বারংবার ভারতীয় দলের পরাজয়ের কারণ হয়ে উঠেছেন বাঁ-হাতি তারকা ব্যাটার। ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁর আগ্রাসী ব্যাটিং দেখে তাই খানিকটা উদ্বিগ্নই ছিলেন। হর্ষিত বল হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি এবং অপরপ্রান্তে ওয়াশিংটন সুন্দরকেও বেশ সাদামাটা দেখাচ্ছিল। এই সুযোগেই তড়তড়িয়ে এগোয় অস্ট্রেলিয়ার ইনিংস।


তবে অতীতে যেমন বারংবার ভারতের ত্রাতা হয়ে উঠেছেন, তেমনই এক্ষেত্রে দলকে বাঁচালেন বুম বুমই। তাঁর বলেই খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন হেড। ১০১ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। মার্শও এরপর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৪৭ রানে ফেরেন তিনি। নীতীশ রেড্ডি প্রথম টেস্ট উইকেট হন তিনি। বল সামান্য নীচু থাকায় প্লেডঅন হন মার্শ। তবে এটা ছাড়া গোটা দিনে পিচে তেমন কোনও তারতম্য দেখা যায়নি। ব্যাটারদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল না। নবম উইকেটে মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারির ৪৫ রানের পার্টনারশিপও সেই দিকেই ইঙ্গিত করে।


তবে প্রথম ইনিংসে শতাধিক বল খেললেও, দ্বিতীয় ইনিংসে ততটা টিকতে পারলেন না স্টার্ক। ওয়াশিংটন সুন্দরের বল ডিফেন্ড করতে গিয়ে তা স্টার্কের ব্যাটের কানায় লাগে। ব্যাড-প্যাডে একহাতে দুরন্ত ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। এর আগে, দিনের শুরুতেই প্রথম সেশনে উসমান খাওয়াজাকে সাজঘরে ফিরিয়েছিলেন মহম্মদ সিরাজ। ১৭ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল প্রথম টেস্টের ফয়সালা হতে হয়তো বেশি সময় লাগবে না। তবে প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। 


পঞ্চম উইকেটে দুইজনে মিলে ৬২ রান যোগও করে ফেলেছেন। তবে স্মিথকেও সাজঘরে ফেরত পাঠান সিরাজই। হেডের প্রতিআক্রমণে শতরানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটের বিনিময়ে ১০৪ রানে শেষ প্রথম সেশন। দ্বিতীয় সেশনে ১২৩ রানের বিনিময়ে ভারতীয় দল আরও তিন উইকেট তুলে নিয়ে জয়ের একেবারে দোরগোড়ায় ভারত।


ম্যাচের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে...                                         


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিবাদ অতীত! সেঞ্চুরিয়ন কোহলি সাজঘরে ফিরতেই জড়িয়ে ধরলেন গম্ভীর, ভাইরাল ভিডিও