দুবাই: দিন কয়েক আগেই শেষ হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সেমিফাইনালে হেরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে ব্যক্তিগতভাবে রিচা ঘোষের (Richa Ghosh) বিশ্বকাপটা কিন্তু বেশ ভালই কেটেছে। বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র ভারতীয় হিসাবে সুযোগ পেয়েছেন বাংলার রিচা। এবার ভাল বিশ্বকাপের সুফল আইসিসি ব়্যাঙ্কিংয়েও (ICC Rankings) পেলেন রিচা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রিচা ১৩০.৭৬ গড়ে মোট ১৩৬ রান করেছিলেন। এই পারফরম্যান্সের সুবাদেই সদ্য প্রকাশিত মহিলাদের টি-টোয়েন্টি ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে এক ধাপে ২২ ধাপ এগিয়ে এলেন। তিনি নতুন ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ২১ নম্বরে রয়েছেন। তবে এ বারের ব়্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার বিশমি গুণারত্নে সবচেয়ে বড় লাফ দিলেন। এখ ধাক্কায় ব্যাটারদের তালিকায় ৯৫ ধাপ এগিয়ে এসে বর্তমানে ১৬৯-এ রয়েছেন তিনি।
নেতিবাচক চিন্তা থেকে দূর
বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই খেতাব জয়ের স্বপ্নভঙ্গ ভারতের। জেমাইমা সেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। জেমাইমার মতে বিশ্বকাপের হতাশা দূর করতে সাহায্য করবে ডব্লিউপিএল। তিনি দিল্লির জার্সি প্রকাশ অনুষ্ঠানে বলেন, 'আমরা সেমিফাইনাল হারের পরেও দুইদিন দক্ষিণ আফ্রিকায় ছিলাম। সত্যি বলতে পুরো বিষয়টা মানিয়ে নিতে বেশ সময় লেগেছে। আমরা কেউই মানসিকভাবে ভাল ছিলাম না। তবে এখানে এসে পরিবারের সঙ্গে দুই দিন সময় কাটানোটা সাহায্য করেছে। বিশ্বকাপে হারের হতাশা তো দূর হবে না, তবে সরাসরি ডব্লিউপিএল খেলতে নামাটা এখানে বেশ লাভদায়কই বটে। এই টুর্নামেন্ট খেলতে নামায় নেতিবাচক চিন্তাভাবনা থেকে আমরা খানিকটা দূরে থাকতে পারব।'
ল্যানিং সেরা
আরও পড়ুন: খারাপ ক্রিকেট খেলেছে দল, তৃতীয় টেস্ট হেরে অকপট অধিনায়ক রোহিত