ইনদওর: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) দ্বিতীয় দিনের শেষেই মোটামুটি ভারতের (Team India) পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল। তৃতীয় দিনে কোনও অঘটন ঘটল না। ৭৬ রান তাড়া করতে নেমে খুব সহজেই নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 


খারাপ ক্রিকেট


ম্যাচের দুই ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৬৩ রানের বেশি করতে পারেনি টিম ইন্ডিয়া। একমাত্র ব্যাটার হিসাবে চেতেশ্বর পূজারাই দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন। ম্যাচ হারার কারণ ব্যাখা করতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কোনও রাখঢাক না করেই সাফ জানিয়ে দিলেন যে খারাপ ক্রিকেট খেলছে তাঁর দল। দলের ব্যাটাররা খারাপ শট খেলে তো আউট হয়েইছে, পাশাপাশি টিম ইন্ডিয়ার বোলাররাও অজি ব্যাটারদের চাপে ফেলতে ব্যর্থ হয়েছে।


সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'আউটগুলির দিকে যদি তাকাই, তাহলে বলতে কোনও দ্বিধা নেই যে আমরা খারাপ খেলেছি। ১০ উইকেটের মধ্যে হয়তো পিচের জেরে এক, দুইজন ব্যাটারই আউট হয়েছে। তাছাড়া বাকি আউটগুলির জন্য বোলারদের বাহবাই দিতে হবে। আমরা খারাপ শটও খেলেছি। ওদের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতেও ব্যর্থ হয়েছি আমরা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৭ রান করে। ওদের শেষ ছয়টি উইকেট যদি পরপর না পড়ত, তাহলে তো ২৫০-২৭৫ রান তুলে ফেলত ওরা। এই পিচে ২৭৫ রান করাটা মুখের কথা নয়।


মনোযোগের অভাব


দলের ব্যাটাররা নিজেদের মনোযোগ বজায় রাখতে পারেননি বলেই মনে করছেন রোহিত। 'মনোযোগের অভাব এবং পরিকল্পনাগুলি সঠিকভাবে প্রয়োগ না করতে পারাই আমাদের হারের আসল কারণ বলে আমি মনে করি। ক্রিজে ব্যাট করার সময় নিজেদের সুযোগ তো কাজে লাগাতে হবে। বোলারদের এক জায়গায় ছয়টি বল করতে দিলে হবে না। ব্যাটার হিসাবে বোলারদের লাইনচ্যুত করাটা প্রয়োজনীয়। আমরা এই ম্যাচে সেটা করতেই পারিনি। দুই ইনিংসেই ওরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে আমাদের চাপে ফেলেছে। আমরা এখানেই ভুলটা করেছি। আমদাবাদ টেস্টে আমরা আর এই ভুলটা করব না।' বলেন ভারতীয় অধিনায়ক।


আরও পড়ুন: ঘূর্ণি-জাল সামলে দুরন্ত অজিরা, ৯ উইকেটে টেস্ট জয়