দুবাই: আইসিসির আগস্ট মাসের সেরা প্লেয়ারের দৌড়ে তিন ক্রিকেটার। তার মধ্যে রয়েছেন ভারতের তারকা পেসারও। জসপ্রীত বুমরা গত ভারত-ইংল্যান্ড সিরিজে সব ম্যাচে খেলেননি। কিন্তু ভারতীয় বোলিং লাইন আপকে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ সিরাজ। সিরিজের পাঁচটি ম্যাচেই খেলেছেন। ইংল্যান্ডে ভারতীয় দলের সিরিজ ড্র করার পেছনে সিরাজের অবদান বিরাট। তিনিই একমাত্র ভারতীয় যে আগস্ট মাসে আইসিসির বিচারে সেরা প্লেয়ার হওয়ার দৌড়ে রয়েছেন। সিরাজের সঙ্গে এই দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস। কে শেষ হাসি হাসবেন, তা পুরোটাই নির্ভর করছে সমর্থকদের ভোটের ওপর।

Continues below advertisement


ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টে মোট ১৮৫.৩ ওভার বল করেছেন সিরাজ। মোট ২৩ উইকেট ঝুলিতে পুরেছেন। সিরিজের সর্বাধিক উইকেটশিকারি এই ডানহাতি পেসারই। কখনও আকাশদীপ তো কখনও প্রসিদ্ধ কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভেঙেছেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। এই পরিস্থিতিতে সিরাজই এগিয়ে রয়েছেন আগস্ট মাসের সেরা প্লেয়ার হওয়ার দৌড়ে। ম্য়াট হেনরি ১৬ উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের নেপথ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস।



বুমরার অনুপস্থিতিতে সিরাজের সাফল্যের রহস্য


ইংল্যান্ড সফরে যে ম্য়াচগুলোয় জসপ্রীত বুমরা খেলেননি সেই ম্য়াচগুলোয় আরও বেশি করে ভাল পারফরম্য়ান্স করেছেন মহম্মদ সিরাজ। ৪১ টেস্ট খেলা মহম্মদ সিরাজের বোলিং গড় ৩১.০৫। বুমরা খেললে সেই গড় বেড়ে ৩৫ হয়ে যায়, আর তাঁর অনুপস্থিতিতে সিরাজের বোলিং গড় কমে দাঁড়ায় ২৫। বুমরার অবর্তমানে সিরাজের স্ট্রাইক রেটও অনেক ভাল। বুমরার সঙ্গে জুটি বেঁধে বোলিং করলে সিরাজ প্রতিটি ৫৭ বলে উইকেট নেন। সেখানে তিনি একা খেললে ৪৪ বল অন্তরই মেলে সাফল্য। বুমরার অনুপস্থিতিতে কেন তাঁর পারফরম্যান্স এতটা ভিন্ন, ভাল? এই নিয়ে এবার সিরাজ নিজেই মুখ খুললেন।


 



 


সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের তারকা বোলার জানান, 'আমার কাঁধে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন সে যতই পাতি, গুরুত্বহীন সিরিজ় হোক না কেন, আমার পারফরম্যান্সটা বেশি ভাল হয়বাড়তি দায়িত্ব পাওয়াটা আমার জন্য আনন্দদায়ক এবং সেটা আমার আত্মবিশ্বাসও বাড়ায়।'