কানপুর: ভারতকে টেস্টে কখনও হারাতে পারেনি বাংলাদেশ (India vs Bangladesh)। চেন্নাইয়ে প্রথম টেস্টে কার্যত একপেশেভাবে হেরেছে। সিরিজে ০-১ পিছিয়ে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে। ভারতের ঘরের মাঠে ভারতীয় দলকে হারাতেই হবে। তবে সিরিজ অমীমাংসিত রাখতে পারবে বাংলাদেশ। অন্যদিকে, ভারতের সামনে সিরিজ ২-০ করে ফেলার হাতছানি।
কিন্তু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে (Green Park Stadium Kanpur) ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ আদৌ শুরু করা যাবে তো?
আশঙ্কা থাকছে। কারণ, ম্যাচে বৃষ্টির পূর্বভাস রয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছে। যে কারণে প্র্যাক্টিসে বিঘ্ন ঘটে। মাঠ ঢাকা পড়ে প্লাস্টিকের কভারে।
বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে দোসর মন্দ আলো। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দুপুরের দিকে মেঘলা আবহাওয়ায় কমে আসতে পারে দিনের আলো। যে কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করতে হতে পারে। সকালে বৃষ্টি আর দুপুরে মন্দ আলোয় টেস্ট ম্যাচের অনেকটা সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে।
চেন্নাইয়ে লাল মাটির পিচে খেলা হয়েছিল। যেখানে পেসার ও স্পিনার - দুইয়ের জন্যই ছিল বাড়তি বাউন্স। কানপুরের পিচ অবশ্য অন্যরকম। কালো মাটির পিচে হবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তবে প্রতিপক্ষকে ধন্দে রাখতেই সম্ভবত দুটি পিচ প্রস্তুত রাখা হয়েছে। দুটিই কালো মাটির। কোন পিচে শেষ পর্যন্ত ম্যাচ হয়, তা নিয়ে সংশয় রেখে দেওয়া হয়েছে।
পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই পূর্বাভাস। হয়তো খুব বেশি বাউন্স থাকবে না। ম্যাচ যত গড়াবে, পিচ মন্থর হয়ে যাবে। সুবিধা পাবেন স্পিনাররা। তবে বৃষ্টি হলে পেসাররাও সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। কিউরেটর জানিয়েছেন, শুরুর দিকে পেসারদের জন্য সুবিধা থাকবে। পরের দিকে সুবিধা পাবেন স্পিনাররা।
আরও পড়ুন: ভারতের প্র্যাক্টিসে লেগস্পিন করে তাক লাগিয়ে দিলেন বিধ্বংসী ব্যাটার, ভিডিও ভাইরাল
ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, যেন ম্যাচের ফয়সালা হয়। বৃষ্টি বা খারাপ আবহাওয়ার জন্য যেন ম্যাচ ভেস্তে না যায়।
ক্রিকেট ঈশ্বর মুখ তুলে চাইবেন কি?
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।