কানপুর: ভারতীয় ব্যাটাররা নেট প্র্যাক্টিসের সময় বল করছেন, এ দৃশ্য বেশ স্বাভাবিক। এমনকী, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) উইকেটকিপিং গ্লাভস খুলে রেখে আন্তর্জাতিক ম্যাচেও বল করেছেন। এবার সেই হাওয়ায় গা ভাসালেন ঋষভ পন্থও (Rishabh Pant)। ভারতের অনুশীলনে স্পিন বোলিং করলেন রুরকির বিধ্বংসী ব্যাটার!


শুক্রবার থেকে কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে দুই দলই গা ঘামিয়ে নিল বৃহস্পতিবার। ভারতের প্র্যাক্টিসের সময় আচমকাই পন্থকে দেখা যায় শুভমন গিলকে স্পিন বোলিং করছেন।


কী বোলিং করেছেন পন্থ? লেগস্পিন করেছেন বাঁহাতি ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় পন্থের বোলিংয়ের ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগেও খেলেছেন পন্থ। ভারতের নেটে তাঁকে বল করতে দেখে কে এল রাহুল হেসে জিজ্ঞেস করেন, তিনি দিল্লি প্রিমিয়ার লিগে বল করেছেন কি না। পন্থ জবাবে বলেন, 'কী আর করব, এক রানই দরকার ছিল তো।'


আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা


গিলকে বল করার সময় ব্যাটিং প্যাড পরেছিলেন পন্থ। নিজের বোলিং দেখে উচ্ছ্বসিত পন্থ। মজা করার জন্য যিনি ভারতীয় দলে পরিচিত। একটি বল করার পরই পন্থ বলে ওঠেন, 'কীভাবে পরাস্ত করলাম তোকে বন্ধু।'


 






পন্থের বোলিংয়ে ব্যাটিং প্র্যাক্টিস করে খোশমেজাজে শুভমনও। চেন্নাইয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন গিল। পন্থের লেগস্পিনে ব্যাটিং করার পর শুভমন বলেন, 'তাগড়ি প্র্যাক্টিস করাইয়ি থি তুনে ঋষভ।' বাংলা করলে দাঁড়ায়, 'দারুণ প্র্যাক্টিস করালি তুই ঋষভ।'



পন্থ ও গিলের বন্ধুত্ব বেশ পরিচিত। বাইশ গজেও দেখা যায় দুজনের বোঝাপড়া। চেন্নাইয়ে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন দুজনে। গিল টেস্টে নিজের পঞ্চম সেঞ্চুরি করেন। কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন পন্থ।





আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।