মেলবোর্ন: চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) পারথের পর ব্রিসবেন টেস্টেও বৃষ্টি তাল কেটেছে। পারথ ও অ্য়াডিলেডে ম্য়াচের ফল নির্ধারণ করা হলেও ব্রিসবেন টেস্টে ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। ম্য়াচ ড্র করে দেওয়া হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, যা বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) নামেও পরিচিত। এবার সেই টেস্ট শুরুর সময়ও বদলে গেল।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এমসিজি টেস্ট শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় ভোর ৫.৫০ এ। কিন্তু সেই সময়সূচিও বদলে গিয়েছে। বক্সিং ডে টেস্টের খেলা প্রতিদিন শুরু হবে ভারতীয় সময় ভোর ৫টায়। প্রথম দিন তার ৩০ মিনিট আগে অর্থাৎ ভোর ৪.৩০-এ টস হবে।
সূত্রের খবর, মেলবোর্ন টেস্টে ভারতীয় ব্য়াটারদের জন্য পেস আক্রমণে আরও শান দেওয়া হচ্ছে অজি শিবিরের পক্ষ থেকে। এই মুহূর্তে দুদলের লক্ষ্যই সিরিজে এগিয়ে যাওয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য মেলবোর্ন টেস্টে জয় ভারত ও অস্ট্রেলিয়া দু দলের কাছেই গুরুত্বপূর্ণ।
ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই ভারতীয় শিবিরে একটা বড় ধাক্কা লেগেছে। রবিচন্দ্রন অশ্বিন আচমকা অবসর নিয়েছেন। যদিও চলতি সিরিজে তিনি শুধুমাত্র অ্যাডিলেড টেস্টেই খেলেছিলেন। আর সেই ম্য়াচে ভারতকে হারতে হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে নিজের শেষ সাংবাদিক সম্মেলন সেরে ভারতীয় সাজঘরের দিকে ফিরতেই অশ্বিনকে হর্ষ ভোগলে থেকে বিভিন্ন ম্য়াচ আধিকারিক শুভেচ্ছা জানান। তখনই গাব্বার হলে অশ্বিনের দিকে এগিয়ে আসেন দুই অজ়ি তারকা। একজন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও অপরজন ন্যাথান লায়ন। তাঁদের সঙ্গে ছিল এক বিশেষ জার্সি। যে জার্সিতে গোটা অস্ট্রেলিয়ান দলের (Australian Cricket Team) তারকাদের স্বাক্ষর ও শুভেচ্ছাবার্তা ছিল। অশ্বিন ও লায়নকে বরাবরই পরস্পরের দক্ষতার প্রশংসা করতে শোনা গিয়েছে। দুইজনের মধ্যেকার একে অপরের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাও রয়েছে।
পারথ ও ব্রিসবেনে অজি বোলিং লাইন আপের অন্য়তম তারকা জশ হ্যাজেলউডকে এমসিজি টেস্টে পাওয়া যাবে না। চোটের জন্যই তিনি বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এখনও নিশ্চিত না হলেও চলতি সিরিজে আর হয়ত কোনও ম্য়াচেই পওয়া যাবে না হ্যাজেলউডকে। সেক্ষেত্রে অজি বোলিং লাইন আপে ফিরছেন স্কট বোল্যান্ড। অন্য়দিকে কুঁচকির চোটে ট্রাভিস হেডও অনিশ্চিত এমসিজিতে।