মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪.৫ ওভারে বোর্ডে ৫২ রান তুলতে কোনও উইকেট খোয়ায়নি ভারতীয় ক্রিকেট দল। ঠিক এরপরই বর্জ্রপাতের জন্য ভেস্তে গিয়েছিল ম্য়াচটি। আর এই ম্য়াচেই ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। তার সঙ্গে সঙ্গেই তরুণ ভারতীয় ওপেনার নতুন রেকর্ড গড়ে ফেললেন কুড়ির ফর্ম্য়াটে। 

Continues below advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বলের নিরিখে দ্রুততম হাজার রানের নজির গড়ে ফেললেন। তালিকায় প্রথম পাঁচে কে কে রয়েছেন দেখে নেওয়া যাক -  ----

অভিষেক শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৫২৮ বল খেলে ১০০০ রান করেছেন। ৫৭৩ বল খেলে ১০০০ রান করেছেন সূর্যকুমার যাদব। ৫৯৯ বল খেলে ১০০০ ফিল সল্টে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। গ্লেন ম্য়াক্সওয়েল কুড়ির ফর্ম্যাটে ১০০০ রান করতে সময় নিয়েছেন ৬০৪ বল।

Continues below advertisement

ব্রিসবেনে ৫ ও ১১ রানের মাথায় দুবার জীবনদান পেয়েছিলেন অভিষেক। দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে হাজার টি-টোয়েন্টি রান পূরণ করার নজির গড়ে ফেললেন পঞ্জাবের এই তরুণ। বিরাট কোহলি ২৭ ইনিংস খেলেছিলেন এই মাইলস্টোন ছুঁয়ে ফেলতে। অভিষেক শর্মা ২৮ ইনিংস সময় নিলেন। কে এল রাহুল ২৯, সূর্যকুমার যাদব ৩১ ও রোহিত শর্মা ৪০ ইনিংস সময় নিয়েছেন। 

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। ৪১৮৮ রান করেছেন কিং কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। তবে তালিকায় সবার আগে রোহিত শর্মা। তিনি ৪২৩১ রান করেছেন। 

অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ ভারতের সামনে

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচ করে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। কটকের বারাবাটি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় ম্যাচটি ১১ ডিসেম্বর মুল্লানপুরে, তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১৪ ডিসেম্বর ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে, ও আগামী ১৭ ডিসেম্বর চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে হবে। আগামী ১৯ ডিসেম্বর পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে ফের একটি পাঁচ ম্য়াচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। আগামী ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে সিরিজম্য়াচগুলো হবে নাগপুর, রাইপুর, গুয়াহাটি, বিশাখাপত্তনম, থিরুবনন্তপুরমে