অ্য়াডিলেড: গোলাপি বলের টেস্টে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ম্য়াচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। সিরিজেও সমতা ফিরিয়েছে কামিন্স বাহিনী। কিন্তু এরই মধ্যে বারবার শিরোনামে উঠে এসেছে মহম্মদ সিরাজ ও ট্রাভিস হেডের ডুয়েল। ঘটনার সূত্রপাত হয়, ম্য়াচের দ্বিতীয় দিন শনিবার। প্রথমে হেডের একটি ক্যাচ ফেলেছিলেন সিরাজ। পরে অজি ব্যাটর শতরান হাঁকান। কিন্তু ১৪০ রানের মাথায় সিরাজের বলেই বোল্ড হয়ে যান। আউট হওয়ার পরই সিরাজকে বেশ বিরক্তির সঙ্গে কিছু বলতে দেখা যায় অজি ব্যাটারকে। এমনকী হেডও পাল্টা কিছু বলেন। ঠিক কী বলেছিলেন দুজন দুজনকে, তা জানা না গেলেও বিষয়টি একেবারেই ভালভাবে নেননি দু দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। অনেকেই সমালোচনা করেন। আবার ফিল্ডিং করার সময় সিরাজকে খোঁচাও দিতে থাকেন অজি সমর্থকরা।
যদিও এই ইস্যুতে ফের বোমা ফাটিয়েছেন সিরাজ। হেড নাকি সাংবাদিক বৈঠকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মিথ্যে কথা বলেছেন বলে জানান ভারতীয় পেসার। উল্লেখ্য, অজি ব্যাটার সাংবাদিক বৈঠক জানিয়েছিলেন যে তিনি আউট হওয়ার পর শুধু সিরাজকে 'ওয়েল বোল' বলেছিলেন। যদিও তা মানতে চাননি সিরাজ। তিনি হরভজন সিংহের কথা আলাপচারিতায় বলেন, ''দু দেশের মধ্যে এই লড়াই খেলায় উত্তেজনা তৈরি করে। এটা দারুণ একটা ডুয়েল। হেড দারুণ ব্যাটিং করেছে। ভাল বলেও ছক্কা হাঁকিয়েছে ও। যা প্রশংসনীয়। আমি ওকে আউট করার পর শুধুমাত্র সেলিব্রেশন করছিলাম। কিন্তু সেই সময় ও আমাকে অপমান করেছে। শুরুতে আমি শুধুই সেলিব্রেট করছিলাম। কিন্তু হেড আমাকে অপমান করার পর আমিও মুখ খুলি। টিভিতে পুরোটাই দেখা যাবে। কিন্তু সাংবাদিক বৈঠকে গিয়ে হেড মিথ্যে কথা বলছে।''
ভারতীয় পেসার আরও বলেন, ''ওখানে বাকিরা যারা ছিল তখন, তাঁরাও দেখেছে যে কী কথপোকথন হয়েছে। আমি প্রত্যেক ক্রিকেটারকেই সম্মান করি। কারণ ক্রিকেট জেন্টালম্য়ানদের খেলা। কিন্তু হেড যা করেছে, তা কখনওই উচিৎ নয়। আমি একেবারেই ভালভাবে নেইনি তা।''
অ্য়াডিলেড টেস্টে হারের পর রোহিত শর্মাকে এই নিয়ে প্রশ্ন করা হলে হিটম্য়ান বলেন, ''আমি তখন স্লিপে দাঁড়িয়ে ছিলাম। এত বড় হাইভোল্টেজ মহারণে এই ধরণের টুকরো টুকরো মুহূর্ত তৈরি হবেই। এগুলোই প্লেয়ারদের মধ্যে ভাল পারফরম্য়ান্সের উদ্দীপনা বাড়িয়ে দেয়। তবে আমাকে পুরাে ম্য়াচ নিয়ই ভাবতে হয়। ওই একটা ঘটনা নিয়ে আলোচনার কিছু নেই।''