মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। শনিবার, ম্যাচের তৃতীয় দিন নীতীশ কুমার রেড্ডির (Nitish Reddy) দুরন্ত সেঞ্চুরি, সঙ্গে ওয়াশিংটন সুন্দরের লড়াকু হাফসেঞ্চুরি মিলিয়ে ভারত প্রত্যাঘাত করেছে। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩৫৮/৯। ক্রিজে এখনও রয়েছেন নীতীশ। সঙ্গী মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে ভারত।
তবে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের মতে, অস্ট্রেলিয়া এখনও ম্যাচ জেতার মতো জায়গায় রয়েছে। তৃতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে বোল্যান্ড বলেছেন, 'আমরা ১১৫ রানে (১১৬) এগিয়ে রয়েছি। তাই আমরা খুব ভাল জায়গায় রয়েছি। অবশ্যই আরও ভাল জায়গায় থাকতে পারতাম। তবে আমার মতে এটাই টেস্ট ক্রিকেট। আশা করছি কাল সকালে আমরা দ্রুত উইকেটটা তুলে নিতে পারব এবং তারপর বড় রানের লিড নিতে পারব এবং তারপর দেখব খেলাটা কোন দিকে যায়।'
তৃতীয় দিন একটা সময় মিচেল স্টার্ককে পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তবে বোল্যান্ড জানিয়েছেন, উদ্বেগের কিছু নেই। অজি পেসার বলেছেন, 'ও ঠিক আছে। আমার মনে হয় ওর পিঠে বা পাঁজরে টান লেগেছিল সামান্য। তবে চা পানের বিরতির পর ও মাঠে নেমে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছে। আমার মনে হয় ও ঠিকই আছে।'
পাশাপাশি নীতীশের প্রশংসাও করেছেন বোল্যান্ড। বলেছেন, 'ও সত্যি খুব ভাল খেলেছে। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করলেও ও আমাদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করে গিয়েছে। ও খুব ভাল ব্যাটিং করেছে। সত্যিই ভাল খেলেছে। ও ভারতের এমন একজন ব্য়াটার যে বল খুব ভালভাবে মারছে।' যোগ করেছেন, 'দেখে মনে হচ্ছে ওর হাতে সব রকম শট রয়েছে। এ দলের হয়ে ম্য়াচটায় ওর বিরুদ্ধে খেলেছিলাম। প্রধানমন্ত্রী একাদশ ম্যাচটাও ও তারপর দুটি টেস্ট ম্যাচেও খেললাম। ও মাঠের সব দিকে শট খেলতে পারে। ও খুবই ভাল ক্রিকেটার। আইপিএলে ভাল খেলে। অস্ট্রেলীয় পরিবেশেও সফল।'
বোল্যান্ডের মতে, ভারতকে শেষ দিন ১৫০ রানের লক্ষ্য দেওয়া হলেও অল আউট করে দেওয়ার ক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।