মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে একেবারে টিম ইন্ডিয়ার বাহুবলি হয়ে উঠে এলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) । অনবদ্য এক সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে দলকে রক্ষা করলেন তরুণ তুর্কি। তাঁর শতরানে আপ্লুত গোটা দেশ। এবার নীতীশের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করল তাঁর রাজ্য ক্রিকেট সংস্থা।
অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি অজ়িভূমে দেশকে গর্বিত করেছেন। রাজ্যের ক্রিকেটারের সেঞ্চুরিতে আপ্লুত অন্ধ্র ক্রিকেট সংস্থার (Andhra Cricket Association) সভাপতি কেসিনেনি শিবনাথ। এই গর্বের দিনে তরুণ ক্রিকেটারের জন্য বিরাট আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তিনি। শিবনাথ বলেন, 'এটা অন্ধ্র ক্রিকেট সংস্থার জন্য খুবই গর্বের এবং আনন্দের একটা দিন। অন্ধ্রর একজন ক্রিকেটার দেশের হয়ে টি-টোয়েন্টি খেলছে, টেস্ট দলে সুযোগ পাচ্ছে, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওকে সম্মান জানাতে সেই কারণেই অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে নীতীশ কুমার রেড্ডিকে ২৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।'
ভারতীয় দলের বড় ভরসা ঋষভ পন্থ আক্রমণাত্মক শট খেলে সাজঘরে ফেরার পর নীতী মাঠে নামেন। তিন টেস্ট খেলা নীতীশ কুমার রেড্ডির জন্য কী অপেক্ষা করে রয়েছে, সেই সময় হয়তো হায়দরাবাদ তারকা নিজেও জানতেন না। দিনশেষে অপরাজিত যোদ্ধা হিসাবে তিনি যখন মাঠ ছাড়লেন, তখন তাঁর নামের পাশে লেখা ১০৫। মেলবোর্নে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর বীর নায়কের মতো অভ্যর্থনায় ভারতীয় সাজঘর তাঁকে বরণ করে নিল।
নীতীশের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন ওয়াশিংটন সুন্দর। তাঁর অনবদ্য ইনিংস নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে চাক্ষুষ করেছেন তিনি। দিনের খেলাশেষে নীতীশের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের আরেক তরুণ তুর্কি ওয়াশিংটনও। 'ও যেভাবে ব্যাট করেছে, সেঞ্চুরিটা ওর প্রাপ্যই ছিল। আমাদের সকলের ভরসা ছিল যে সেঞ্চুরিটা আসবে। এই সেঞ্চুরির ইনিংসের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ।' মনে করছেন ওয়াশিংটন।
দিনশেষে ১০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নীতীশ। চতুর্থ দিনে ভারতীয় ইনিংসকে তিনি আর কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্টিভ স্মিথের থেকেও অধিক পছন্দের বিরাট, কোহলি-কনস্টাস বিবাদের মাঝেই ভাইরাল স্যামের পুরনো ভিডিও