মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) দুই দলের টক্কর চলছে সেয়ানে সেয়ানে। তিন টেস্ট ম্যাচের পর সিরিজ আপাতত ১-১। সিরিজের ফয়সালা হবে শেষ দুই টেস্টে। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট। তার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। 


কেমন হল সেই দল? অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সকলের কৌতূহল ছিল মূলত একটাই কারণে। ভারতের আতঙ্ক হয়ে ওঠা ট্র্যাভিস হেড (Travis Head) কি একাদশে থাকবেন? কুঁচকির চোট রয়েছে হেডের। তাই বক্সিং ডে টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। হেড না খেললে ভারত যে কিছুটা স্বস্তি পাবে, বলার অপেক্ষা রাখে না। কারণ, টেস্ট হোক বা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল, ভারতের বিরুদ্ধে বারবার জ্বলে উঠেছেন হেড। চলতি সিরিজেও জোড়া সেঞ্চুরি করেছেন তিনি।


তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের (Sam Konstas)।


 






অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেলেও হেড খেলতে প্রস্তুত। কামিন্স বলেছেন, 'ট্র্যাভ খেলার জন্য তৈরি। ও খেলছে। আজ ও গতকাল সামান্য কিছু জিনিস দেখে নেওয়া হয়েছে শুধু। ট্র্যাভের চোট নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই। পুরোপুরি ফিট হয়েই ও মাঠে নামবে।' পাশাপাশি মিচেল মার্শের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও তাঁর ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।


আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!


মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ


উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল মার্শ, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।


আরও পড়ুন: ছেলে খেলেছেন কোহলি-রোহিতদের সঙ্গে, বাবার হল ৭ বছরের জেল!



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।