নয়াদিল্লি: আইপিএলে নিলাম (IPL 2025 Auction) থেকে কে এল রাহুলকে (KL Rahul) দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই নিলামের টেবিলে রাহুলকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। আর সেই মতই তাঁকে দলেও নিয়ে নিয়েছে তাঁরা। তবে কি রাহুলই আগামী আইপিএল মরশুমে দলের অধিনায়ক হতে চলেছেন। ফ্র্যাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল এবার পরিষ্কার করে দিলেন অধিনায়ক কে হবেন তা।


আগামী আইপিএলে মরশুমে কে এল রাহুল ছাড়াও দিল্লি শিবিরে আছেন অক্ষর পটেলও। এছাড়াও ২ কোটি বেস প্রাইসে দলে পাওয়া গিয়েছে প্রাক্তন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিকেও। তিনজনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এই বিষয়ে একটু বেশিই অভিজ্ঞ ফাফ। দেশের জার্সিতেও দীর্ঘদিন নেতৃত্বভার সামলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন। গত ২-৩ মরশুমে আরসিবির অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন। আর তিনজনেই ব্য়াটিংয়ে মারমুখি মেজাজে খেলতে পারেন। নিলামে ১৪ কোটি দিয়ে রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্য়দিকে ২০১৯ সালে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর থেকে দিল্লির হয়েই খেলেন অক্ষর। এবার তাঁকে রিটেনও করেছে দল।


সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল বলেন, ''অক্ষর আমাদের দলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। গত মরশুমে ও সহ অধিনায়কও ছিল। এছাড়াও বেশ কয়েকটি ম্য়াচে নেতৃত্বভারও সামলেছে। তাই অক্ষর অধিনায়ক হতেই পারে। কিন্তু আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেইনি এই বিষয়ে। এখনো অনেক হাতে সময় রয়েছে। রাহুলের সঙ্গেও আমার মেসেজে কথা হয়েছে। কিন্তু এখনও দেখা হয়নি ওর সঙ্গে। দেখা হলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।''


পার্থ আরও বলেন, ''রাহুল আমার খুবই ভাল বন্ধু। অনেকদিন ধরেই আমাদের পরিচয়। ও বেঙ্গালুরুর ছেলে। আর আমি বেঙ্গালুরু এফসিও দেখছি মালিক হিসেবে আইএসএলে। আমার সঙ্গে অনেক ম্য়াচেই একসঙ্গে দেখেছে রাহুল। ওঁর স্ত্রী আথিয়াকেও খুব ভাল করেই চিনি। আমাদের পারিবারিক বন্ধুর মত ওঁরা। দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে রাহুল খুব খুশি।''


এদিকে, রাহুলের পরিবর্ত হিসেবে ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনউ সুপারজায়ান্ট নিলামের টেবিল থেকে। তারকা কিপার-ব্যাটারকে ২৭ কোটি টাকার বিনিময়ে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস নিজেদের দলে সামিল করেছে। নিলামের মাঝেই লখনউ কর্নধার মেনে নিয়েছিলেন যে পন্থের জন্য যা বরাদ্দ ছিল, তাঁকে দলে নিতে সেই বাজেট পার করে গিয়েছে ফ্র্যাঞ্চাইজি। লখনউ কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বত পিটিআইকে বলেন, 'এটা আমাদের পরিকল্পনায় ছিলই। আমরা ওঁর জন্য ওই ২৬ কোটি টাকা মতো রেখেছিলাম। তো ২৭ কোটি টাকাটা একটু বেশি। তবে ওঁকে দলে নিতে পেরে আমরা ভীষণ খুশি। ওঁ দুর্দান্ত ক্রিকেটার, একজন টিমম্যান, ম্য়াচ উইনার। আমি নিশ্চিত ওঁকে লখনউতে পেয়ে আমাদের সকল সমর্থকেরাই খুব খুশি হবেন।'