পারথ: পারথে ভারতীয় ক্রিকেট দলের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। টিম ম্য়ানেজমেন্টকেও কাঠগড়ায় তুললেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে তিন স্পেশালিস্ট পেসার নিয়ে দল সাজিয়েছিলেন গৌতম গম্ভীর। মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও অর্শদীপ সিংহকে দলে রাখা হয়েছিল। পেসার অলরাউন্ডার হিসেবে ছিলেন নীতীশ রেড্ডি। অন্য়দিকে স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল। কিন্তু তবুও স্পেশালিস্ট স্পিনার হিসেবে কাউকে রাখা হয়নি। বিশেষ করে কুলদীপ যাদবের রিজার্ভ বেঞ্চে বসে থাকাটা কোনওভাবেই মানতে পারছেন না অশ্বিন। আঙুল তুলেছেন গৌতম গম্ভীরের দিকেও। 

Continues below advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''আমি অবশ্যই মানছি যে নীতীশ রেড্ডির সঙ্গে কেন দুজন স্পিনার অলরাউন্ডারকে রাখা হয়েছিল। কারণ ব্যাটিংয়ে গভীরতা চাইছিল টিম ম্য়ানেজমেন্ট। অস্ট্রেলিয়ার মাটিতে যাতে ব্যাট হাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকেই খেয়াল রেখেছিল দল। অক্ষর ও সুন্দর দুজনেই ব্য়াটিং করতে পারে, তাই ওদের নেওয়া হয়েছিল। সে ভাল কথা। কিন্তু একটু বোলিং ডিপার্টমেন্টের দিকেও নজর দিন। কুলদীপ যাদবের মত বোলার পারথের মত এত বড় মাঠে যদি খোলা মনে বোলিং করতে না পারে, তাহলে আর কবে করবে? কুলদীপ স্পিনের সঙ্গে বাউন্সও পেত এই পিচে।''

প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান বোর্ডে তুলেছিল ভারত। সেই প্রসঙ্গ তুলে অশ্বিন বলেন, "যদি আপনি ব্যাটিং ডিপার্টমেন্টে গভীরতা চান, তাহলে ব্যাটারদের দায়িত্ব যে বড় রান বোর্ডে তোলা। কিন্তু সেটাও তো হল না। অন্যদিকে, বোলিং ডিপার্টমেন্টের দিকে আপনি দেখছেন না। আমি সবময় বলে এসেছি যে আপনি আপনার দলের বোলারদের মধ্যে সেরা বোলারকে অবশ্যই খেলান।''

Continues below advertisement

প্রথম ওয়ান ডে ম্য়চে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সাত মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করা এই দুই অভিজ্ঞ ব্যাটারের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে ক্রমেই। তবে কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্কর দুজনের পাশে দাঁড়িয়েছেন। এক সাক্ষাৎকারে লিটল মাস্টার জানিয়েছেন, "ভারতীয় দল শক্তিশালী। এই দলটাই বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। আমি খুব একটা অবাক হব না যদি দেখি আগামী দুটো ম্যাচে বিরাট ও রোহিত বড় ইনিংস খেলল। ওরা অনেক বড় মানের ব্যাটার। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল। তাই এতদিন পর ফিরে আসা ও অস্ট্রেলিয়ায় ব্যাট করা কিছুটা তো চ্যালেঞ্জিং হবেই।'