পারথ: প্রায় সাত মাস পরে জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন তাঁরা। তাঁরা অর্থাৎ, রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। যে জুটিকে ভক্তরা ভালবেসে ডাকেন রো-কো জুটি বলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অবশ্য চূড়ান্ত হতাশ করেছেন দুই মহাতারকা। দুজনই রান পাননি। ভারতও পারথে বিশ্রীভাবে ম্যাচ হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে।
প্রথম ম্যাচের পরই রোহিত ও কোহলিকে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর কথায়, পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছেন রোহিত ও কোহলি। কেন তাঁরা দুজনে আরে আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেন না, সেই প্রশ্নও তুলেছেন কাইফ।
মহম্মদ কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে সুযোগ ছিল আগে অস্ট্রেলিয়া চলে যাওয়ার। তবে ওরা হয়তো ভেবেছিল দলের সঙ্গে যাবে কারণ ক্রিকেটপ্রেমীরা ওদের সমর্থন করেছেন। হয়তো বিরাটকে দলের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ ছিল। ও ইংল্যান্ডের বাসিন্দা, হয়তো সেখানেও চাপ ছিল। ও দলের সঙ্গে না গেলে অন্যরকম সমস্যা হতে পারত। এসবেই ও সমস্যায় পড়েছে।'
আরও বলেছেন, 'ওই দুজনের কাছেই সুযোগ ছিল আট-দশদিন আগে অস্ট্রেলিয়া চলে যাওয়ার। তুমি যত বড় ব্যাটারই হও না কেন, এই খেলাটা ছন্দের। ছন্দে না থাকলে অস্ট্রেলিয়া মতো দল রেয়াত করবে না। আমার মতে ওরা আগে অস্ট্রেলিয়া পৌঁছে গেলে সুবিধাই পেত।'
'রোহিত শর্ট বল পুল করে ভাল। যে বলে আউট হল সেটাও পুল করেছিল। কিন্তু যেহেতু ওর যথেষ্ট ম্যাচ প্র্যাক্টিস ছিল না, আর বল নড়াচড়া করছিল, হ্যাজলউড ছন্দে ছিল, ওর আরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল। ও ছন্দে থাকলে ওই বলটাই ছক্কা মেরে দিত। তবে হতে পারে ও হয়তো চেয়েছিল ক্রিজে কিছুটা সময় কাটাতে। ও একটু দ্বিধায় ছিল ওই বলটায় কী শট খেলবে তা নিয়ে। প্রস্তুতির অভাবে ওর আত্মবিশ্বাসও কম ছিল।'