সিডনি: ফের স্যান্ডপেপার ইস্যু টেস্ট ম্য়াচে। না না..এবার আর সত্যিকারের বল বিকৃত করার কোনও ঘটনা ঘটেনি। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি দর্শকদের চুপ করানোর জন্য় এবার অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন বিরাট কোহলি (Virat Kohli)। সিডনি টেস্টের তৃতীয় দিনে নেতৃত্বভার সামলাচ্ছেন কোহলিই। অস্ট্রেলিয়ার সমর্থকরা বারবার গ্যালারি থেকে চাপ তৈরির চেষ্টা করছিলেন ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে। কিন্তু বিরাটও কি থামার পাত্র? আগ্রাসন যে তাঁর রক্তে। এর আগেও বিভিন্ন সময়ে নানা অঙ্গভঙ্গিতে প্রতিপক্ষ দলের সমর্থকদের চুপ করিয়েছিলেন। এবারও করালেন।


২০১৮ সাল। বল বিবৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিল অজি দলের তিন ক্রিকেটার। সেই তালিকায় ক্যামেরন ব্য়ানক্রফটের সঙ্গে ছিলেন ২ তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় তাঁর শাস্তি হয়েছিল। ম্য়াচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। তাঁকেও কাঠগড়ায় তোলা হয়েছিল। লিডারশিপ গ্রুপের সদস্য থাকার জন্য শাস্তির কবলে পড়েছিলেন ডেভিড ওয়ার্নারও। সেই ঘটনা গোটা ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। 


সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দলের দিকে সমালোচনার ঝড় উঠে আসে। সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোনও ভারতীয় বোলারের জুতো থেকে কাগজ বা কাপড়ের মত কিছু টুকরো বেরিয়ে আসছে। তা দেখেই অনেকেই মনে করেন য়ে স্যান্ডপেপারের মত কোনওকিছু হয়ত কেউ মোজার ভেতর লুকিয়ে রেখেছেন। যদিও তার কিছু প্রমাণ মেলেনি। 


এরপর তৃতীয় দিনে আজ রবিবার বিরাট অজি দর্শকদের উদ্দেশে এই অঙ্গভঙ্গি করে বারবার বোঝানোর চেষ্টা করেন যে তাঁর পকেটে কিছু নেই। তিনি কোনও কিছু লুকিয়েও রাখেননি। 


এদিকে, সিডনি টেস্টের তৃতীয় দিনে আর বল করতে নামলেন না বুমরা। রবিবার দিনের খেলা শুরুর আগে অবশ্য বুমরাকে অনেকবার দেখা গিয়েছে মাঠে ফিজিও টিমের সঙ্গ সময় কাটাতে। মেডিক্যাল টিমের সদস্যরাও ছিলেন। কিন্তু সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের সঙ্গে বােলিং অনুশীলনে একবারও দেখা যায়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে যে যদি একান্তই খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়ত বল হাতে দেখা যাবে বুমরাকে। কিন্তু তেমন না হলে তারকা পেসার হয়ত রিস্ক নিয়ে মাঠে নামবেন না। সেটাই হল, আর ভারতও শেষ পর্য়ন্ত সিডনি টেস্টেও হেরে গেল।